উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্দ্যোগে রবিবার কালিয়াগঞ্জে শুরু হল প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য সহায়ক যন্ত্র বিতরণ শিবির। ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির( জয়পুর) সহযোগিতায় কালিয়াগঞ্জ আইটিআই কলেজ প্রাঙ্গণে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই শিবির। এদিন প্রদীপ প্রজ্বলিত করে শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জ রেঞ্জের আইজি প্রসূন বন্দোপাধ্যায়, জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা, রায়গঞ্জ ও করনদিঘীর বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং গৌতম পাল।এছাড়াও মহকুমাশাসক কিংশুক মাইতি, পুরপ্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার, বিডিও প্রশান্ত রায়, চেম্বার অফ কর্মাসের জেলা সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু, স্বনামধন্য ব্যবসায়ী স্বপন সরকার সহ অন্যান্যরা।শিবির হওয়ায় খুশি প্রতিবন্ধী ভাই বোনেরা।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্দ্যোগে রবিবার কালিয়াগঞ্জে শুরু হল প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য সহায়ক...