জেলা পুলিশ সুপারের নির্দেশে গঙ্গারামপুরে ট্রাফিক ওসি, তার দপ্তর এবং আশপাশের অফিসের এলাকাগুলোকে সৌন্দর্যায়নে ভরে তোলার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা করেছেন,সাধুবাদ জানালেন সকলেই।
গঙ্গারামপুর 21 ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর। জেলা পুলিশ সুপারের নির্দেশে নিজের অফিস ও তার আশপাশের এলাকাগুলিকে সৌন্দর্যায়ন ও বিনোদনের ব্যবস্থা করে ভরে তুলেছেন ট্রাফিক ওসি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ট্রাফিক ওসি রঞ্জিত দাসের উদ্যোগে ট্রাফিক চত্তর যেমন সেজে উঠেছে পাশাপাশি আলোকসজ্জাতে ভরিয়ে তোলা হয়েছে ট্রাফিকের অফিসে এলাকা।বৃক্ষ রোপন থেকে পশুপ্রেমীদের মধ্যে সম্পর্ক গড়ে তোলা,সেইসঙ্গে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে অফিসকে আলবাতি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। ট্রাফিক ওসি রঞ্জিতবাবু জানালেন,এসপি স্যারের নির্দেশেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।আরো ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে। বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। গঙ্গারামপুর পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের ডাকবাংলা পাড়াতে অবস্থিত গঙ্গারামপুর থানা। থানার পিছনে রয়েছে গঙ্গারামপুর সদর ট্রাফিক ওসির অফিস। ট্রাফিক ওসির পাশেই ছিল ভগ্নত্বক অব্যবস্থায় গঙ্গারামপুরের ডিআইবি অফিসটি। বহুদিন ধরে সেই অফিসটি জরাজীর্ণ ভগ্নদশা অবস্থায় পড়ে থাকায় সাপ পোকা মাকড়ের ভয়ও ছিল ব্যাপক। ফুলবাড়ী ট্রাফিক ওসি পদ থেকে গঙ্গারামপুরে ট্রাফিক ওসির পদে যোগদানের পর থেকেই এসআই রঞ্জিত দাস ট্রাফিক অফিসের সামনে রাস্তা বেহাল অবস্থায় ছিল, তা তিনি পৌরসভার মাধ্যমে সেই রাস্তা পাকা করেন। গঙ্গারামপুরের ট্রাফিক অফিসের বেশ কিছু সমস্যা নিয়ে তিনি জেলা যেমন পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করেন, তেমনি গঙ্গারামপুরের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ,গঙ্গারামপুরে মহকুমা পুলিশ আধিকারিক ও গঙ্গারামপুর থানার আইসির সঙ্গে যোগাযোগ করেন। পরে সকলের সহযোগিতা ও জেলা পুলিশ সুপারের নির্দেশে ট্রাফিক অফিসের পাশেই থাকা ভগ্নদশয়ের পরিবর্তন হওয়া গঙ্গারামপুরের ডিআইবি অফিসের রুম গুলি ভেঙ্গে দেওয়ার কথা বলেন। তিনি সেই কাজ করার পরে উদ্যোগ নেন ট্রাফিক অফিসের পাশে জায়গা সাজিয়ে তোলার জন্য। এরপরই ট্রাফিক ওসি রঞ্জিতবাবু ,ট্রাফিক চত্বরকে বিভিন্ন যেমন আলোবাতিতে সাজিয়ে তোলেন ,তেমনি বিভিন্ন ধরনের ফলের গাছ ও সৌন্দর্যজন বাড়ানোর জন্য বৃক্ষরোপণও করেন।সেই জায়গাকে তিনি কার্যত একটি চিলড্রেন পার্কের আকৃতিতে ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন ধরনের জিনিস দিয়ে সাজিয়ে তুলেন। যা ট্রাফিক অফিসের কাজে আসা সাধারণ মানুষজন যখন তাদের কাজ করবেন পাশাপাশি বিনোদনও পাবেন সেখানে আসলে। পুলিশে যে সমাজসেবামূলক কাজ করতে পারে ট্রাফিক অফিসকে সাজিয়ে তুলে সেই কাজের নজর গড়লেন গঙ্গারামপুরে ট্রাফিক ওসি রঞ্জিতবাবু।আগামীতে তিনি যেমন ট্রাফিক ইউনিটকে আরো ভালো করে সাজিয়ে তুলবেন আরো বেশি করে জেলা পুলিশ সুপারের নির্দেশে। ট্রাফিক অফিসের সামনে বসার যেমন ব্যবস্থা করা হয়েছে তেমনি খাঁচা বানিয়ে পশুপাখি রাখা হয়েছে সেখানে। যেন সাধারণ মানুষ জন পরিষেবা নিতে এসে তারা সেই বিনোদনের বিনোদনের সৌন্দর্যটা উপভোগ করবেন । গঙ্গারামপুরে ট্রাফিক ওসি রঞ্জিত দাস জানালেন, পুলিশ হলেও আমরা মানুষ, জেলা পুলিশ সুপার ও বাকি আধিকারিকদের নির্দেশে এমন কাজ করা হয়েছে। যা আরো ভালো কিছু করার চেষ্টা করা হবে আগামী দিনে। ইচ্ছে থাকলে যে অনেক কিছুই করা যায় তা আরো একবার প্রমাণ করলেন গঙ্গারামপুরের ট্রাফিক ওসি রঞ্জিত বাবু। গঙ্গারামপুরবাসীকে তার কাজকে সাধুবাদ জানিয়েছেন।