শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 13 জুন দক্ষিণ দিনাজপুর:-তৃণমূল সংখ্যালঘু সেলের তরফে রাজ্যে নবমস্থান অধিকার করা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সম্বর্ধনা দেওয়া হল।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর মিশনমোড়ে সংখ্যালঘু নেতারা সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।গঙ্গারামপুর থানার বেলবাড়ি এলাকার বাসিন্দা দেবলীনা পাল 490 পেয়ে গঙ্গারামপুর হাই স্কুলের ছাত্রীটি এবছর মুখ উজ্জ্বল করেছে।

এদিন জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের তরফে গঙ্গারামপুর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া রাজ্যে যৌথভাবে 490 পেয়ে নবমস্থান অধিকার করেছে বেলবাড়ি এলাকার বাসিন্দা শিক্ষক পরিবারের মেয়ে দেবলীনা পাল। শিক্ষক পিতা ও তার মাকে নিয়ে দেবনীলা সম্বর্ধনা নিতে যান।সেখানেই বিভিন্ন জিনিসপত্র দিয়ে সম্মান জানানো হয় কৃতি ওই ছাত্রীকে।সেখানে জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি রাজেশ সরকার, সংখ্যালঘু সেলের গঙ্গারামপুর ব্লক তৃণমূল সভাপতি মকবুল মুন্সি, তৃণমূল নেতা নিকোলাস হেমরম, আসিরুদ্দিন,প্রাক্তন কাউন্সিলর অমিতা সরকার বিশ্বাস, সমাজসেবী আউয়াল রেজা, ওয়াসিম আলী মীর, সাহেব সরকার, লতিফা সরকার সহ আরো অনেকেই।

এবিষয়ে তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোজাম্মেল হক ও সহ সভাপতি রাজেশ সরকারের জানিয়েছেন, কৃতি ছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হল আমাদের দলের তরফে।তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

এমন সম্বর্ধনা পেয়ে খুশি হয়েছেন কৃতি ছাত্রী ও তার পরিবার।