জেলা তৃণমূলের বর্ধিত সভায় জেলা তৃণমূলের সংগঠনের একাধিক পরিবর্তনের কথা জানালেন মন্ত্রী

0
706

লোকসভা নির্বাচনের আগে গঙ্গারামপুরের দেবিকোট উৎসব ভবনে জেলা তৃণমূলের বর্ধিত সভায় জেলা তৃণমূলের সংগঠনের একাধিক পরিবর্তনের কথা জানালেন মন্ত্রী,লোকসভা নির্বাচনই যে তৃণমূলের পাখির চোখ বললেন রাজ্যের মন্ত্রী

গঙ্গারামপুর ১৭ই ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর। জেলা তৃণমূলের বর্ধিত সভায় জেলা তৃণমূলের একাধিক কমিটি পরিবর্তন করার কথা জানালেন রাজ্যের মন্ত্রী।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের দেবিকোট উৎসব ভবনে জেলা তৃণমূলের সভাপতি ও চেয়ারম্যানকে পাশে বসিয়ে এমনটা জানালেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। উল্লেখযোগ্যভাবে এদিন জেলা তৃণমূলের একাধিক প্রাপ্তন ও বর্তমান জেলা তৃণমূলনে একাধিক নেতারা সেই সভাতে উপস্থিত ছিলেন।লোকসভা নির্বাচনেই যে তৃণমূলের পাখির চোখ তার আগে সংগঠনকে মজবুত করার কথা জানালেন মন্ত্রী। সামনের লোকসভা নির্বাচনকে পাখি যোগ করেই ইতিমধ্যে রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জেলা তৃণমূলের সভাপতি ও চেয়ারম্যানের পরিবর্তন করেছেন । সদ্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি হয়েছেন বংশীহারী জেলা পরিষদের সদস্য সুভাষ ভয়াল, চেয়ারম্যান হয়েছেন কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন মন্ডল । রাজনৈতিকভাবে অভিমত ইতিমধ্যেই জেলা পরিষদের সভাধিপতি গঠন থেকে শুরু করে জেলা তৃণমূলের সভাপতি ও চেয়ারম্যান পরিবর্তন করে ক্ষমতার এস কার্যত জেলার তৃণমূলের অন্যতম বরিষ্ঠ নেতৃত্ব বর্তমান রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাতকেই শক্তিশালী করেছেন রাজ্য তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল সরকার ও চেয়ারম্যান নিখিল সিংহরায়কে পরিবর্তনের পর রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বে সেই পদে বসিয়েছে বিপ্লব ঘনিষ্ঠ বুনিয়াদপুরে বাসিন্দা সুভাষ ভায়েল ও জেলা তৃণমূলের চেয়ারম্যান কুমারগঞ্জের বিধায়ক তোরা হোসেন মন্ডলকে। রবিবার ছিল জেলা তৃণমূল কংগ্রেসের পরিবর্তনের পর প্রথম বর্ধিত সভা। যে সভাটি অনুষ্ঠিত হয় গঙ্গারামপুর পৌরসভার দেবিকোট উৎসব ভবনে । সেখানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভায়েল, চেয়ারম্যান নিখিল সিংহ রায়, প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃনাল সরকার, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, কুশমন্ডির বিধায়ক রেখা রায়, একাধিক ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে গঙ্গারামপুর ও বুনিয়াদপুর, বালুঘাট,পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ,অখিল বর্মন ,অশোক মিত্র, গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, জেলার সমস্ত তৃণমূল কংগ্রেসের পদে থাকা নেতৃত্ব দলের পদে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। রাজ্যের কেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, লোকসভা নির্বাচনে পাখির চোখ, দলের সংগঠনকে মজবুত করার জন্যই বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। আগামীতে জেলার তৃণমূলের একাধিক পরিবর্তন করা হবে। সকলকে নিয়েই একসঙ্গে চলতে হবে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভায়েল জানিয়েছেন, মমতা ব্যানার্জি নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলার সকলকে একসঙ্গে নিয়ে কাজ করে লোকসভা নির্বাচনে আসনটি জয়লাভ করাই হবে আমাদের প্রধান লক্ষ। বর্ধিত সভা করা হলো ,সেখানে সকলেই উপস্থিত হয়েছিল। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন মণ্ডল জানিয়েছেন, দল শক্তিশালী হলে তবেই সংগঠন শক্তিশালী হয়। আমরা সকলকে একসঙ্গে দিয়ে এজেলার সংগঠন মজবুত করব। লোকসভা নির্বাচনে আমাদের এই আসনে জয় হবেই। দীর্ঘদিন পরে জেলা তৃণমূলের একের পর এক তৃণমূলের জেলা সভাপতি পরিবর্তনের পর এবার জেলা তৃণমূলের বর্ধিত সভায় সকলেই প্রায় উপস্থিত থাকলো। আগামীতে এই আসনটি যে তৃণমূল জয়লাভ করবে সে বিষয়ে আর বলার অপেক্ষা রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here