জেলা তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো

0
152

জেলা তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো শীতল চক্রবর্তী, বালুরঘাট ২৭ ডিসেম্বর, দক্ষিণ দিনাজপুর।আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। শনিবার গঙ্গারামপুর নিউমার্কেট এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে ৫৭ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকা প্রকাশ করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শংকর সরকার-সহ জেলা ও ব্লক স্তরের একাধিক তৃণমূল নেতৃত্ব।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজ্যজুড়ে রাজনৈতিক দলগুলি নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী ও মজবুত করার কাজে নেমে পড়েছে। সেই লক্ষ্যেই গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামোকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করাতে এই পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হলো বলে দলীয় সূত্রে জানা গেছে।
জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল বলেন,
“আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে আরও সুসংহত ও সক্রিয় করতেই এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা জেলার প্রতিটি স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করব।”
সাংবাদিক বৈঠকে উপস্থিত নেতৃত্বরা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সাফল্য নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here