জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি ম্যাডাম ঈশিতা রায় মহাশয়ার নির্দেশে বাল‍্য বিবাহ মুক্ত জেলা করতে প্রশাসনের উদ্যোগ কে পুরোপুরি সহযোগিতা

0
104

দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি ম্যাডাম ঈশিতা রায় মহাশয়ার নির্দেশে বাল‍্য বিবাহ মুক্ত জেলা করতে প্রশাসনের উদ্যোগ কে পুরোপুরি সহযোগিতা, প্রচার করার ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পরিসেবা গুলো প্রচার করার নির্দেশে দেন
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি গোলাম রাব্বানী টোটো রেলী করে প্রচার করেন গঙ্গারামপুর ব্লকের প্রত্তন্ন এলাকায় আজ 29 শে এপ্রিল 2024

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে কি কি সুবিধা পাওয়া যাবে এবং কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন সে বিষয়ে প্রচার করেন ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সকলের জন্য পরিষেবা ।
বিনামুল্যে আইনি পরামর্শ, মামলার পূর্বে আপোষ নিষ্পত্তি , লোক আদালতে আপোষের মাধ্যমে দ্রুত মামলার নিষ্পত্তি ,
অঞ্চল , থানা, ব্লকে নিযুক্ত পি এল ভি দ্বারা আইনি সহায়তা প্রদান।
কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন –
মহিলা , শিশু, তফসিলি জাতি , তফসিলি উপজাতি, কারাগারে বন্দী বা পুলিশ হেফাজতে আছেন এমন ব‍্যাক্তি রা ।

শিশুদের সু সাস্থ্য , শিশুদের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, ভিক্টিম কমপেনসেশন, ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হলো, পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আলোচনা,

বিশেষ করে বাল‍্য বিবাহ যাহাতে না হয় তার উপরে জোর দেওয়া হয়
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর লিফলেট বিতরণ করেন ।

এবং
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি গোলাম রাববানী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here