জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর প্রচার ও শিবির

0
115

দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি ম‍্যাডাম কেয়া বালা মহাশয়ার নির্দেশে “জাতির জন্য মধ্যস্থতা ” পশ অ্যাক্ট ( POSH Act 2013) ২০১৩ ” বাল্য বিবাহ, মানব পাচার বিষয়ে প্রচার করেন বিশিষ্ট অধিকার মিত্র তথা পি এল ভি গোলাম রাব্বানি মহাশয়,
গঙ্গারামপুর থানার পিছিয়ে পড়া এলাকায় টোটো রেলি করে প্রচার ও শিবির এবং পথে পথে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে প্রচার কৃষি জমিতে, মাঠে ঘাটে প্রচার করেন গোলাম রাব্বানী

আজ ২৭ শে জুলাই ২০২৫

জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে এবং মহামান্য জাতীয় উচ্চ ন্যয়ালয় মধ্যস্থতা ও মীমাংসা পরিযোজনা সমিতির নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এ চলছে মধ্যস্থতা অভিযান ।
সমগ্র ভারত জুড়ে মধ্যস্থতা অভিযান ১ লা জুলাই থেকে শুরু হয়েছে চলবে ৩০ শেষ সেপ্টেম্বর পর্যন্ত ।
মধ্যস্থতা একটি স্বেচ্ছাসেবী প্রক্রিয়া , যেখানে সকল পক্ষ তাদের সম্মতিতে এই পদ্ধতি তে অংশ নেয়।
মধ্যস্থতাকারী একজন নিরপেক্ষ ব্যাক্তি যিনি উভয় পক্ষকে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধানে পৌঁছাতে সহায়তা প্রদান করেন।
মধ্যস্থতা একটি দ্রুত এবং কম খরচে বিরোধ নিষ্পত্তির কার্যকর উপায় হতে পারে ।
এই অভিযানে যে সব মামলার নিষ্পত্তি হতে পারে বৈবাহিক বিরোধ সংক্রান্ত মামলা, গাড়ি দুর্ঘটাজনিত ক্ষতিপুরুন সংক্রান্ত মামলা, পরিবারিক হিংসা সংক্রান্ত মামলা, চেক বাউন্স মামলা, ঋণ আদায়ে মামলা ভূমি বিভাজন সংক্রান্ত মামলা, জমি অধিগ্রহণ মামলা এবং অন্যান্য দেওয়ানি মামলা ।এই প্রকার যে কোনো অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ , দক্ষিন দিনাজপুর, বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্র , বালুরঘাট জজ কোর্ট প্রাঙ্গনে দক্ষিন দিনাজপুর,
বিনা মূল্যে আইনি সহায়তা পেতে যোগাযোগ করুন নালসা ( NALSA ) টোল ফ্রি নম্বর – 15100

পশ অ্যাক্ট ২০১৩ (  POSH Act 2013 ) কর্মক্ষেত্রে মহিলা দের যৌন হয়রানি ( প্রতিরোধ, নিষেধাজ্ঞা, প্রতিকার) আইন ২০১৩  নামে পরিচিত ।

এটি কর্মক্ষেত্রে একটি নিরাপদ ও সন্মানজনক পরিবেশ নিশ্চিত করতে সাহায্য করে ।
বাল্যবিবাহ মুক্ত জেলা করার জন্য জেলা উদ্যোগ নিয়েছেন তা সফল করতে প্রচার করেন অধিকার মিত্র তথা পি এল ভি গোলাম রাব্বানী ,
শিশু পাচার রোধে সজাগ থাকার আহবান জানান ,

জাতির জন্য মধ্যস্থতা , বাল্যবিবাহ , শিশু পাচার, মানব পাচার, কর্মক্ষেত্রে যৌন নির্যাতন , শিশু শ্রম, শিশু শ্রমিক সাথে সাথে জেলা আইনি পরিষেবা গুলো প্রচার করেন পি এল ভি গোলাম রাব্বানী

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে কি কি সুবিধা পাওয়া যাবে এবং কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন সে বিষয়ে প্রচার করেন ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সকলের জন্য পরিষেবা ।
বিনামুল্যে আইনি পরামর্শ, মামলার পূর্বে আপোষ নিষ্পত্তি , লোক আদালতে আপোষের মাধ্যমে দ্রুত মামলার নিষ্পত্তি ,
অঞ্চল , থানা, ব্লকে নিযুক্ত পি এল ভি দ্বারা আইনি সহায়তা প্রদান।
কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন –
মহিলা , শিশু, তফসিলি জাতি , তফসিলি উপজাতি, কারাগারে বন্দী বা পুলিশ হেফাজতে আছেন এমন ব‍্যাক্তি রা ।

 জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর লিফলেট বিতরণ করেন  গোলাম রাব্বানী মহাশয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here