জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চগ্রাম বাগধারা এলাকায় আইনি সচেতনতা শিবির আয়োজন করা হয়, মিছিল করে গ্রামে প্রচার করা হয়, অনুষ্টানে ভিড় হয়েছিল ব্যাপক

0
285

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৭ই অক্টোবর দক্ষিণ দিনাজপুর:-জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ‍্যোগে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চগ্রাম বাগধারা তফসিলি  উপজাতি  এলাকায়   শিবির  করে  প্রচার করা  হয় এলাকার গ্রামবাসীদের নিয়ে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা সঙ্গীতা চ্যাটার্জী নির্দেশে পিএলবি গোলাম রব্বানী অনুষ্ঠানটি আয়োজন করেন তাদের টিম নিয়ে।সেখানে প্রচুর গ্রামবাসীদের ভিড় হয়েছিল।

  অনুষ্ঠানের শুরুতেই লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট 1987 এর মাধ্যমে সাধারণ মানুষজন কি ধরনের আইনি পরিষেবা পেতে পারেন সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন পিএলবি গোলাম রাব্বানী। মিছিল করে পুরো গ্রাম ঘুরে সেবিষয়ে প্রচার চালানো হয় পিএলবি টিমসহ এলাকার বাসিন্দাদের নিয়ে।সেখানেই  শিশুদের  সুসাস্থ্য , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ,  কুসংস্কার , শিশুশ্রম, যৌন  নির্যাতন,মানব পাচার, সরকারি বিভিন্ন  সুযোগ সুবিধা  আলোচনা  করা, ডেঙ্গু  সম্পর্কে  সচেতন  হওয়ার  পরামর্শ  দেওয়া  জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা সঙ্গীতা চ্যাটার্জির নির্দেশে সংস্কার পিএলবি গোলাম রাব্বানী।

    আগামী ১২ই নভেম্বর  ২০২২ লোক আদালতের মাধ্যমে  কি কি সুবিধা  পেতে পারেন সাধারণ মানুষজন সেবিষয়ে  আলোকপাত  করা করেন গোলাম বাবু। এছাড়াও তিনি এদিন দাম্পত্য  কলহ, পারিবারিক  বিবাদ, সম্পত্তি  সংক্রান্ত  বিরোধ ,  দুর্ঘটনা  জনিত  ক্ষতিপূরণ  দাবি ,  বীমা  ও ঋণ সংক্রান্ত বিরোধ  প্রভৃতি  দেওয়ানী মামলার  বিচার  হয় এবং  কম খরচে দ্রুত  নিষ্পত্তির সম্ভাবনা  থাকে বলে জানান।এমনকি বিভিন্ন  ফৌজদারি  মামলা  মীমাংসা  যোগ্য ,সেগুলো  লোক আদালতে  পাঠানো যায়।এমনকি মামলা  রুজু  হয়নি  এমন  যেকোনো  বিবাদ  লোক  আদালতের  মাধ্যমে  নিষ্পত্তি  হতে পারে।সেখানে  ব‍্যাঙ্ক লোন, টেলিফোন বিল, ফাইনান্স কম্পানির  বিবাদ শহ বিভিন্ন বিষয় গুলির।

     এখানে  আদালতের  বাহিরে  আপোষ মীমাংসা ও মধ‍্যস্ততার মাধ্যমে  বিরোধ  নিষ্পত্তি  হয়। বিশেষ  করে  লোক  আদালতে  মামলার  মীমাংসা  না হলে  বিবাদমান পক্ষ  সাধারণ  আদালতে  মামলা  করতে পারেন বলে পিএলবি গোলামবাবু জানান। 

    কিভাবে  লোক  আদালতের মাধ্যমে  মামলা  নিষ্পত্তি  করা যাবে,বিস্তারিত  জানতে বিকল্প  বিবাদ নিষ্পত্তি  কেন্দ্র ( জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ ) বালুরঘাট কোর্ট  চত্বর দক্ষিণ  দিনাজপুর।এবং  গঙ্গারামপুর মহকুমা আইনি পরিষেবা কমিটি z গঙ্গারামপুর মহকুমা আদালত   বুনিয়াদপুর  এ যোগাযোগ  করার পরামর্শ  দেওয়া  হলো ।

   জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পিএলবি গোলাম রব্বানী জানিয়েছেন, আমরা সব সময় চাই সাধারণ মানুষজনদের পরিষেবা দিতে। সেই কারণেই এমন সচেতনতা শিবির আয়োজন করা।

এদিনের  অনুষ্ঠানে ভিড় হয়েছিল ব্যাপক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here