শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 19 শে জুলাই দক্ষিণ দিনাজপুর:-জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারামপুর ফুলবাড়ী হাইস্কুলে শিবির অনুষ্ঠিত হল।এদিনের অনুষ্ঠানে শিশুদের সু সাস্থ্য , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, ভিক্টিম কমপেনসেশন, পকসো এক্ট, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আলোচনা করা হয়।সাধারণ মানুষজনেরা কিভাবে আইনি সাহায্য পাবে সেই বিষয়ে আলোকপাত করা হয় সেখানে।
এদিনের অনুষ্ঠানটি ফুলবাড়ি হাই স্কুলে অনুষ্ঠিত হয়।দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ী হাই স্কুলে শিবির হলো। সাধারণ মানুষজনেরা কিভাবে আইনি সাহায্য পাবে সেই বিষয়ে আলোকপাত করা হলো শিশুদের সুসাস্থ্য , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, ভিক্টিম কমপেনসেশন, পকসো এক্ট, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আলোচনা করা হলো। সংগঠন তাহলে তাদেরকে দিয়ে প্রতিজ্ঞাও করানো হয় কোথায় নাবালিকা মেয়ের জন্য বিয়ে না হয়।সেখানে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর অফিস মাস্টার নিখিলেশ কর্মকার ,স্টাফ – প্রতিম কর্মকার
চাইল্ড লাইন দক্ষিণ দিনাজপুর এর কো ওরডিনেটর জুবাইদা আহমেদ ,জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি গোলাম রাব্বানী,আব্দুল রশিদ মিয়া , খয়বর মন্ডল সঞ্জয় সরকার পলাশ কুমার শিকদার,আরিফুল ইসলাম ইমরান হোসেন,ফুলবাড়ী হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর অফিস মাস্টার নিখিলেশ কর্মকার স্টাফ – প্রতিম কর্মকার সহ আরো অনেকে
চাইল্ড লাইন দক্ষিণ দিনাজপুর এর কো ওরডিনেটর জুবাইদা আহমেদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পি এল ভি গোলাম রাব্বানী জানিয়েছেন,আমাদের এমন অনুষ্ঠান চলতে থাকবে ।
ফুলবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম জানিয়েছেন, এমন অনুষ্ঠান আয়োজন করে ছাত্র-ছাত্রীদের মধ্যে একটা আলাদা বার্তা পৌঁছে দেওয়া। খুবই ভালো লাগলো ধন্যবাদ জানাই সংস্থাদের।
এদিন এমন অনুষ্ঠানে ভিড়ও হয়েছিল ব্যাপক।