জেলাশাসক বিজিন কৃষ্ণার হাত ধরে দক্ষিণ দিনাজপুরে শুরু হল স্কুল পড়ুয়াদের পোশাক বিতরন, বালুরঘাট বিএম হাইস্কুলে দাঁড়িয়ে থেকে পোশাক বিতরন জেলাশাসকের
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৩ আগস্ট––– জেলাশাসকের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন ব্লকে শুরু হল স্কুল পড়ুয়াদের মধ্যে সরকারি পোশাক বিতরণ করার প্রক্রিয়া৷ মঙ্গলবার দুপুরে বালুরঘাট হাই স্কুলে এবং বালুরঘাট রঘুনাথপুর বি এম হাই স্কুলে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের মধ্যে পোশাক বিতরণ করা হয়। রঘুনাথপুর বি এম হাই স্কুলে পোশাক বিতরণ অনুষ্ঠানে খোদ উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা। এছাড়াও বালুরঘাট হাইস্কুলে পোশাক বিতরণ করেন পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। এদিন বালুরঘাট রঘুনাথপুর বিএম হাইস্কুলে পোশাক বিতরনের অনুষ্ঠানে অনান্যদের মধ্যে হাজির ছিলেন অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) শুভাশিস বেজ, বালুরঘাট ব্লকের ভিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্টজনরা।
জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, জেলা জুড়ে স্বনির্ভর দলের মহিলারা এই পোশাক তৈরী করেছেন। এদিন আনুষ্ঠানিক ভাবে সরকারি পোশাক দেওয়া শুরু করা হয়েছে । ধাপে ধাপে প্রতিটি স্কুলে এই পোশাক বিলি করা হবে ।