“জেলাশাসক কে জিজ্ঞাসা করুন ” অনুষ্ঠানের আয়োজন বালুরঘাট হাইস্কুলে

0
263

ছাত্র-ছাত্রীদের সাথে জেলাশাসকের পরিচিতি বাড়াতে “জেলাশাসক কে জিজ্ঞাসা করুন ” অনুষ্ঠানের আয়োজন বালুরঘাট হাইস্কুলে। উচ্ছ্বসিত ছাত্র ছাত্রীরা, খুশিতে আপ্লুত জেলাশাসক।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ জানুয়ারী ——- ছাত্র-ছাত্রীদের সাথে জেলাশাসকের পরিচিতি বাড়াতে “জেলাশাসককে জিজ্ঞাসা করুন ” অনুষ্টানের আয়োজন বালুরঘাটে। সোমবার বালুরঘাট হাইস্কুলে স্টুডেন্ট উইক সেলিব্রেশন অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সাথে নিজের পরিচিতি বাড়ান দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা। যেখানে অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক সৃজিত সাহা সহ অনান্য শিক্ষক শিক্ষিকারাও। প্রায় ঘন্টাখানেকের এই অনুষ্ঠানে স্কুল ছাত্র ছাত্রীদের নানা প্রশ্নের উত্তর দিয়ে পড়ুয়াদের হাততালি কুড়িয়েছেন জেলাশাসক। একই সাথে স্কুল ছাত্র ছাত্রীদের তরফেও এদিন জেলাশাসককে সম্মান জানানো হয়েছে। তবে দীর্ঘদিন পর ছাত্র-ছাত্রীদের সাথে সময় কাটাতে পেরে নিজেও কিছুটা আপ্লুত হয়েছেন বলে জানিয়েছেন জেলাশাসক বিজিন কৃষ্ণা।

দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, বহুদিন পর ছাত্রছাত্রীদের সাথে দেখা করে তাদের মতো করে মিশতে পেরে স্কুল লাইফের অনুভূতি বোধ করেছেন তিনি। এ ধরনের অনুষ্ঠানে থাকতে পেরে খুব ভালো লাগছে তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here