জেলাশাসকের হাতে রায়গঞ্জে চালু হল জীবনরেখার ব্লাড

0
107

জেলাশাসকের হাতে রায়গঞ্জে চালু হল জীবনরেখার ব্লাড
রায়গঞ্জ হাসপাতালের পাশে।

রায়গঞ্জঃ রায়গঞ্জ শহরে খুলে গেল আরও একটি ব্লাড সেন্টার। জেলার রক্ত সমস্যা সমাধানে এই ব্লাড সেন্টার একটি দিশা দেখাবে বলে আশা করছেন শহরের মানুষেরা। জানা গেছে, থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসা এবং প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হওয়া রোগীদের প্রায়ই রক্ত লাগে। অথচ প্রতিবছর গ্রীষ্মকালে শহরে রক্তসংকট তীব্র আকার ধারন করে। তাই জেলার স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে বুধবার বিকেলে জীবনরেখা নামক একটি বেসরকারি হাসপাতালে এই ব্লাড সেন্টার চালু হল,উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা সমাহর্তা সুরেন্দ্র কুমার মীনা। এছাড়াও উপস্থিত ছিলেন জীবনরেখার কর্ণধার ডা শান্তনু দাস সহ বিধায়ক কৃষ্ণ কল্যানী, মোহিত সেনগুপ্ত, অতনু বন্ধু লাহিড়ী সহ বিশিষ্ট মানুষেরা। উল্লেখ্য, রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং উপসম নার্সিং হোমে ব্লাড ব্যাঙ্ক চালুর পর এবার রায়গঞ্জের জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল জেলার তৃতীয় ব্লাড ব্যাঙ্ক।হাসপাতালের কর্ণধার ডা. শান্তনু দাস বলেন, “উত্তর দিনাজপুরহ জেলার জন্য আজ এক গর্বের দিন। জীবনরেখা হাসপাতালের নিজস্ব ব্লাড ব্যাঙ্ক চালু হল। আমরা সর্বোচ্চ মানের পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। স্থানীয় স্বাস্থ্যকর্মী কৌশিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here