জেলায় জেলায় সুফল বাংলার স্টল খুলতে উদ্যোগী কৃষি বিপনন মন্ত্রী

0
546

জেলায় জেলায় সুফল বাংলার স্টল খুলতে উদ্যোগী কৃষি বিপনন মন্ত্রী, বালুরঘাটে পুলিশের রক্তদান কর্মসুচী ঘুরে বললেন বিপ্লব মিত্র

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৪জুন— কৃষি বিপন্নন মন্ত্রীর দায়িত্ব  পেয়েই জেলায় জেলায় সুফল বাংলার স্টল খুলতে উদ্যোগী হলেন বিপ্লব মিত্র। সোমবার দুপুরে বালুরঘাট থানায় রক্তদান কর্মসূচি সেরে সাংবাদিকদের এমনটাই জানান মন্ত্রী। যেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিন দিনাজপুরের জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মহঃ নাসিম, ডিএসপি সোমনাথ ঝা সহ সমস্ত পুলিশের কর্মকর্তারা। এদিন রক্তদান কর্মসুচীর শুরুতেই সকলকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বালুরঘাট থানার আইসি অরিন্দম মুখার্জ্জী। এদিন রক্তদান কর্মসূচি সেরে দক্ষিণ দিনাজপুর জেলার কিষান মান্ডিগুলি পরিদর্শন শুরু করেন। হিলি থানার তিওড়ে অবস্থিত কিষান মান্ডি পরিদর্শন করে সেখানকার পরিকাঠামোও খতিয়ে দেখেন মন্ত্রী। পাশাপাশি কি ভাবে এই কিষান মান্ডিকে আরও উন্নত করা যায় সে নিয়েও তার দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেন মন্ত্রী বিপ্লব মিত্র।


জানা গেছে, প্রতি বছর জেলায় পেয়াজের আকাল দেখা দেয়। অথচ জেলার কৃষকরা সংরক্ষন করে রাখার অভাবে অনেক আগেই  তাদের উৎপাদিত পেয়াজ জলের দরে বাজারে বেচে দিতে বাধ্য হয়।  যার ফলে  তারা লাভের মুখ থেকে বঞ্চিত হয়।  সে দিক দিয়ে জেলার কিষান মান্ডি গুলোতে পেয়াজ সংরক্ষন করে রাখার পরিকাঠামো গড়ে তোলা সম্ভব কিনা তাও খতিয়ে দেখেন রাজ্যের কৃষি বিপনন দপ্তরের মন্ত্রী। 
    মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, জেলায় জেলায় সুফল বাংলার স্টল খুলতে উদ্যোগী হয়েছেন। সব দিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here