জুয়ার আসর, মদের আসর বন্ধ করতে লাঠি হাতে ময়দানে আলিপুরদুয়ার মহুকুমাশাসক বিপ্লব সরকার।

0
111

আলিপুরদুয়ার: জুয়ার আসর, মদের আসর বন্ধ করতে লাঠি হাতে ময়দানে আলিপুরদুয়ার মহুকুমাশাসক বিপ্লব সরকার।
এদিন আলিপুরদুয়ার পৌরসভার কালজানি নদীর চর, প্রমোদ নগড় এলকায় লাঠি হাতে ময়দানে নামেন মহুকুমাশাসক।
বারংবার অভিযোগ উঠে আসছিল এই কালজানি নদীর চর এলাকায় জুয়ার আসর বসে এমনকি মদের আসর বসে এদিন মহুকুমাশাসক কে দেখে জুয়ার আসর থেকে দৌড়ে পালায়।
মহুকুমাশাসক জানান এলাকার বাসিন্দাদের জানিয়েছি জুয়ার বা মদের আসর বসলে জানাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here