জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর, স্বামীজীর এই বাণী কে এখনও সমাজের কিছু মানুষ এমনও লক্ষ্য করা যায় যারা ওই বাণীকে আত্মবিশ্বাসের সাথে মেনে চলে। এমনই এক অভূত পূর্ব চিত্র লক্ষ্য করা যায় ইসলামপুরের রামকৃষ্ণ পল্লীর সুদেব নন্দির বাড়িতে। ইসলামপুরের নামিধামি ব্যবসায়ী তথা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী সুদেব নন্দীর পুত্র উত্তম নন্দী ও তার পুত্রবধূ ভাস্বতী ভাওয়াল এদের বিবাহ উপলক্ষে আজ প্রচুর সমাজের পিছিয়ে পড়া মানুষ, ভিক্ষান্ন জিবি , ও ভবঘুরেদের রিতি মত বিয়ের কার্ড দিয়ে নিমন্তন্ন করে যথাযথ মর্যাদায় তাদের সেবা করালেন। সত্যি সাধারণত যাদের সুস্বাদু খাবার খাওয়ার ইচ্ছা থাকলেও পূরণ হয় না তাদেরকেই এই সম্মান দিলেন ওই ব্যবসায়ী। রীতিমতো সুদেববাবু নিজে ও তার পুত্র- ও পুত্রবধূ হাত জোর করে প্রত্যেককে সম্মান জ্ঞাপন করে খাওয়ালেন। এই ধরনের উচ্চ চিন্তাধারার মানুষ সমাজে খুবই কম লক্ষ্য করা যায়। সমাজে এই ধরনের মানুষ আরো এগিয়ে আসুক এই কামনাই করেন ইসলামপুরের অনেকেই।

















