আলিপুরদুয়ার :জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ থেকে পায়ে হেটে পালিয়ে ,দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন 38 জন পরিযায়ী শ্রমিক ।ভুটানে চলছে লকডাউন , কাজ বন্ধ , চুক্তি অনুযায়ী মিলছিল না পারিশ্রমিক। অপর দিকে বাড়ি ফেরার তাগিদে পালিয়ে নদীর তীর বরাবর দুর্গম পথহীন পথে হেঁটে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে স্বদেশে পরিযায়ী শ্রমিকের দল ।দেশে ফিরে প্রশাসনের নিরাপদ আশ্রয়ে তাদের উৎকণ্ঠা কেটে হাসি ফুটল মুখে ।
প্রায় তিন মাস পূর্বে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার ৩৮ জন পরিযায়ী শ্রমিক কাজের সন্ধানে প্রতিবেশী দেশ ভুটানের চুখাতে শ্রমিকের কাজ করতে যায় । সেখানে দুমাস ঠিকঠাক কাজ করার পর গত ১৭ এপ্রিল ভুটানে লকডাউন শুরু হয় এবং এর ফলে সেখানে আটকে পড়ে শ্রমিকরা । শ্রমিকরা জানান আমরা ঠিকাদারি সংস্থার কাছে আবেদন করি আমাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করার জন্য। কিন্তু শ্রমিকদের অভিযোগ সেই সংস্থা তাদের বলে যে কোভিড টেস্ট না করে কেউ যেতে পারবে না। এবং সেখানে কোভিড পরীক্ষা করার নামে ঠিকাদার সংস্থা প্রত্যেক শ্রমিকের কাছে ৩০০০ টাকা করে দাবী করে ।কিন্ত শ্রমিকদের কাছে ৩০০০ টাকা না থাকায় তারা কোভিড পরীক্ষা করতে পারেনি । অবশেষে ভুটান থেকে পালিয়ে আসার সিদ্ধান্ত নেয় শ্রমিকরা । এবং শ্রমিকরা নদী পথে পায়েহেটে ভুটান থেকে বৃহস্পতিবার সকালে জয়ঁগা থানায় এসে পৌছায় । শ্রমিকরা জানান আমরা জয়ঁগাতে এসে জয়ঁগা থানার পুলিশ ও প্রশাসনের কাছে আবেদন করি আমাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করার জন্য । পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে ৩৮ জন পরিযায়ী শ্রমিকদের কোভিড পরীক্ষা করা হয় এবং তাদের জয়ঁগা থানার পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে জয়ঁগা থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে এদের বাড়ি পাঠানো ব্যবস্থাও করা হয় ।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ থেকে পায়ে হেটে পালিয়ে ,দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস...