জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে হাঁটা প্রতিযোগিতার আয়োজন করল তপন ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি। হাঁটা প্রতিযোগিতা ঘিরে সাত সকালে তপন ছিল সাজ সাজ রব। উৎসাহ উদ্দিপনা ছিল যথেষ্ট।
বর্তমান পরিস্থিতিতে মানুষ মোবাইলের প্রতি ক্রমশ আকৃষ্ট হয়ে পড়ছে। এতে জীবন অংশ থেকে বাদ পড়ছে খেলাধূলা,হাসিঠাট্টা,সহ আরো কত কি? সুস্বাস্থ্য ও মন ভালো রাখার জন্য অনেকে ভোর কিংবা সন্ধ্যে বেলায় হাঁটা হাঁটি করতেন। কিন্তু বর্তমান প্রজন্মের হাঁটার অভ্যাস নেই বললেই চলে। আর এই অভ্যাস ধরে রাখতে জাতীয় ক্রীড়া দিবসে হাঁটা প্রতিযোগিতার আয়োজন করল তপন ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি। হাঁটা প্রতিযোগিতা শুরুর আগে শুক্রবার সকালে ব্লক অফিস প্রাঙ্গনে হাঁটার অভ্যাস নিয়ে শপথ বাক্য পাঠ করা হয়। চৌরঙ্গী থেকে শুরু হয় হাঁটা প্রতিযোগিতা। এরপর আইটিআই কলেজ ঘুরে ফের চৌপথিতে এসে শেষ হয়। সবুজ পতাকা দেখিয়ে হাঁটা প্রতিযোগিতার সূচনা করেন তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ ও তপন থানার এসআই বিভু ভট্টাচার্য। উপস্থিত ছিলেন তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি (তপন বিধানসভা) সুব্রত ধর, তপন ব্লক বিসিডাব্লুউ অফিস ভাস্বতী মজুমদার,শিক্ষক অলোক সরকার প্রমুখ। প্রায় ৫ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় আট থেকে আশি প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশ নিয়ে ছিলেন। হাঁটা প্রতিযোগীতা ঘিরে সাত সকালে তপন,লস্করহাট রুটের রাজ্য সড়কের দুই ধারে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। ব্লক প্রশাসনের তরফে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।