
রায়গঞ্জ:—যথাযথ মর্যাদার সাথে জাতীর জনক মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মদিবস পালন করল তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা। শুক্রবার বাপুজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে রায়গঞ্জ শহরের বিধানচন্দ্র রায় সরণী ও স্বামী প্রনবানন্দজী সরণীর সংযোগস্থলে গান্ধী মূর্তির পাদদেশে রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে গান্ধীজীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করেন পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার। শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি ও সুশীল গোস্বামী সহ পুরসভার কাউন্সিলরগন। দেশ স্বাধীন করা এবং দেশের প্রতি মোহনদাস করমচাঁদ গান্ধীর অবদান ও আত্মবলিদান নিয়ে স্মৃতিচারণা করেন উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদেরা। এর পাশাপাশি রায়গঞ্জ পুরসভা অফিস চত্বরে জাতীর জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করেন পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য কাউন্সিলরগন এবং পুরসভার কর্মচারীরা