জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুই জেলার ছাত্র ছাত্রীরা নিয়ে আসলো সোনা সহ ৪৭ টি পদক

0
332

জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুই জেলার ছাত্র ছাত্রীরা নিয়ে আসলো সোনা সহ ৪৭ টি পদক।শ্যায়ান রঘু রায়ের এমন সাফল্যে গর্বিত অভিভাবক থেকে শুরু করে জেলাবাসী।সাধুবাদ জানিয়েছেন সকলেই

শীতল চক্রবর্তী,  22ডিসেম্বর, দক্ষিণ দিনাজপুর———-জাতীয়স্তরের  ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার পাশাপাশি মালদা জেলারও মুখ উজ্জ্বল  করলো প্রতিযোগিতায় অংশগ্রহণকারি ক্যারাটে খেলায় অংশগ্রহণকারী বেশ কয়েকজন ছাত্র ছাত্রীরা।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর বাসিন্দা ক্যারাটে প্রশিক্ষক রঘু রায়ের কাছে প্রশিক্ষণ  নিয়ে সেখানে চারটি সোনা,দশটি রূপ ও ব্রাঞ্চ মিলে ৪৬ টি পদক নিয়ে এসেছে প্রতিযোগিতা।এমন সাফল্যে খুশি হয়েছেন প্রশিক্ষক থেকে শুরু করে সাফল্য পাওয়া ছাত্র ছাত্রী সহ তার অভিভাবকেরাও।রঘুবাবুর মাধ্যমে এমন সাফল্য আসায় খুশি জেলা সহ মালদা জেলার বাসিন্দারা।    

     গত ১৮-১৯ ডিসেম্বর কলকাতায় আয়োজিত ক্যারাটে প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন রাজ্যের ক্যারাটে অংশগ্রহণকারীদের পাশাপাশি  অংশগ্রহণ করেছিলেন দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার প্রায় ৫০ জন ছাত্র ছাত্রীরা।দুই দিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার প্রতিযোগীরা ৪৬টি পদক জয়লাভ করেন।যার মধ্যে ৪টি সোনার পদক, ১০টি রূপো ও ৩২ টি ব্রাঞ্চ জয়লাভ করেন দুই জেলার ক্যারাটে প্রতিযোগীরা।বুধবার জয়ী ক্যারাটে প্রতিযোগীরা জেলায় ফিরতেই একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়।যেখানে ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি সুরোজিৎ ঘোষ,ক্যারাটে প্রশিক্ষক রঘুনাথ পাল সহ বিশিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।দুই জেলার এমন ক্যারাটে প্রতিযোগীদের  সাফল্যে খুশি অভিভাবক সহ দুই জেলার বাসিন্দারাও। 

  রুঘুনাথবাবু এজেলার পাশাপাশি মালদা জেলাতে তার ক্যারাটে প্রশিক্ষণের মাধ্যমে যেমন শরীরচর্চার আত্মনির্ভর করার পাশাপাশি দুই জেলার সন্মান উঁচুস্তরে পৌঁছে দিয়েছেন। তার মধ্যে তিনি এমন সাফল্য এনে এনে দেওয়ায় খুশি হয়েছেন সকলেই।  ক্যারাটে প্রশিক্ষক রঘু নাথ পাল জানিয়েছেন, আগামী দিনে তিনি তার ছাত্র-ছাত্রীদের শীর্ষচূড়ায় পৌঁছানোর লক্ষ্যে সব ধরনের চেষ্টা করে যাবেন। সুরজিৎ ঘোষ নামে ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, আমরা রবিবাবুর আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তার মাধ্যমেই ছাত্রছাত্রীরা আরো বহু দূরে যাবে।    স্বপন কৃষ্ণ দাস এক শিক্ষক জানিয়েছেন, রঘুনাথ বাবুর হাত ধরেই ছাত্রছাত্রীরা আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে বলে আমরা আশা প্রকাশ করছি।    আদিত্তি ঘোষ, ও ইয়াস নামে দুই  সোনার পদক জয়ী প্রতিযোগীরা  জানিয়েছেন, আগামী দিনে আন্তর্জাতিক স্তরে পুরস্কারের জন্য সব ধরনের চেষ্টা করে যাব। রঘুবাবুর মাধ্যমে জেলার ছেলে মেয়েরা এমন সাফল্য পাওয়ায় সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here