জাতীয় সড়কে অটো এবং চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক কলেজ পরীক্ষার্থীর,আহত দুই

0
667

জাতীয় সড়কে অটো এবং চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক কলেজ পরীক্ষার্থীর,আহত দুই
,চাঁচল,২৫ জুলাই:
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক কলেজ পরীক্ষার্থীর ও গুরুতর জখম দুই।দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ চাঁচল-হরিশ্চন্দ্রপুর গামী ৮১ নং জাতীয় সড়কে বটতলা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে,মৃত কলেজ পরীক্ষার্থীর নাম সুলতানা খাতুন(২২)।বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া নয়াটোলা গ্রামে।সে ছিল চাঁচল কলেজের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের ছাত্রী।আহত হয়েছেন কলেজ পরীক্ষার্থী পায়েল খাতুন (২১)ও অটো চালক হান্নান আলী (৪০) সহ বেশ কয়েকজন।আহত পায়েল খাতুনের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে ও আহত অটো চালকের বাড়ি কনুয়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন বিকেল সাড়ে তিনটা নাগাদ সামসী কলেজ থেকে পরীক্ষা দিয়ে চাঁচল হয়ে হরিশ্চন্দ্রপুর গামী ৮১ নং জাতীয় সড়ক ধরে অটোতে চেপে বাড়ি ফিরছিলেন সুলতানা খাতুন ও‌ পায়েল খাতুন।বটতলার কাছে বিপরীত মুখী দ্রুত গতিতে ছুটে এসে একটি হুন্ডাই আই টেন সজোরে ধাক্কা মারে অটোটিতে।হুন্ডাই আই টেন এর ধাক্কায় দুই কলেজ পরীক্ষার্থী ও অটো চালক গুরুতর জখম হয়ে পড়েন।স্থানীয়রা ছুটে
এসে আহতদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে নিয়ে‌ যায় বলে খবর।সুলতানা খাতুনের আশঙ্কাজনক অবস্থা দেখে ডাক্তারবাবুরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন।পরিবারের লোকেরা পুর্নিয়া নিয়ে যাওয়ার পথে সে মারা যায় বলে খবর।ঘাতক গাড়িটি ও চালককে আটক করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসেন পুলিশ।তবে জানা গেছে,হুন্ডাই আই টেন চালকের নাম সপ্তসী কর্মকার ওরফে পিকাই কর্মকার।বাড়ি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে।বছর দুয়েক আগে বাইক দুর্ঘটনায় প্রাণে বেঁচে ছিলেন সে।আবার সে একই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন।
হাই স্কুল কে সম্পূর্ণ রুপে বাল্য বিবাহ মুক্ত ও ড্রপ আউট মুক্ত স্কুল গড়ে তোলার লক্ষ্যে আজ 25.7.23বেলা 12টা থেকে Awareness programme শুরু করা হয় class vii থেকে xi পর্যন্ত ছাত্রীদের নিয়ে তপন ব্লকের অধীন ধাইনাগর হাই স্কুলে, সভায় বক্তব্য রাখেন শক্তি বাহিনীর পক্ষে ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর মিজানুর রহমান, তপন থানার ASI অসীম কুমার মণ্ডল, উপ স্বাস্থ্য কেন্দ্রের ANM বর্ণালী কর,ICDS কর্মী,ASHA কর্মী ও হাই স্কুলের শিক্ষক বিপুল বসাক, শিক্ষিকা।
উপস্থিত সকল মেয়েরা শপথ বাক্য পাঠ করেন যে তাহারা সকলে কম পক্ষে BA পাশ করবেন, তারপর নিজেদের বিয়ের কথা ভাববেন, এলাকায় কোন বাল্য বিবাহের খবর পেলে সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষক,ICDS কর্মী বা ASHA কর্মী দের জানাবেন এবং 1098এ জানাবেন, পাশাপাশী বাড়ী ফিরে গিয়ে একেক জন কম পক্ষে 10জন করে কিশোরী দের বাল্য বিবাহ প্রত…
headlinne

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here