জল সম্পদ প্রকল্পের উদ্বোধন করা হলো মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের কুশকারীতে,কম দামে বাড়ি বাড়ি পৌঁছানো হবে জল, জানালো পূর্তকর্মাধ্যক্ষ
শীতল চক্রবর্তী বুনিয়াদপুর ৩জুলাই দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের কুশকারী এলাকায় জল সম্পদ প্রকল্পের উদ্বোধন করা হল ফিতে কেটে ও একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। ফিত (5th)ফাইন্যান্স তহবিল থেকে ১০লক্ষ ৫০হাজার টাকা খরচে করা হয়েছে জল সম্পদ প্রকল্পটি চালু করা হল।এই প্রকল্পের মাধ্যমে মহাবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন বিশুদ্ধ পানীয় জলের ড্রাম বাজারদরের তুলনায় অনেক কম দামে তারা জল পাবেন বলে পঞ্চায়েত সূত্রে জানা গেছে।এই প্রকল্পের মাধ্যমে কুড়ি লিটার জলের ড্রাম উৎপাদন করা হয়েছে।২০লিটার জলের দাম মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্দ্ধারিত স্বল্প দাম ঠিক করবেন বলে জানা গিয়েছে।মহাবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন কম খরচে এই জল বাড়ি বাড়ি পৌঁছে দেবেন বলেও জানা গেছে।এই প্রকল্পের মাধ্যমে উপার্জিত টাকা মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ফান্ডে জমা হবে যার মাধ্যমে মহাবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়ন করার বিষয়ে জানানো হয়েছে।
জল সম্পদ প্রকল্পের বিষয়ে মহাবাড়ী পঞ্চায়েত সমিতির পূর্তকর্মাধ্যক্ষ মোকলেসুর রহমান জানিয়েছেন,”আমরা সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জল সম্পদ প্রকল্পের উদ্ভোধন করলাম।এই প্রকল্পের মাধ্যমে ২০লিটার বিশুদ্ধ পানীয় জলের ডাম মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করা হবে।অল্প দামে এই ২০লিটার জলের ডাম সাধারণ মানুষজনদের বাড়ি বাড়ি পেতে চলেছেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মহাবাডি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুর আক্তার বানু,সমাজসেবী মাজেদুর রহমান,সমাজসেবী পার্থপ্রতিম মজুমদার,মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্তকর্মাধ্যক্ষ তথা সমাজসেবী মোকলেসুর রহমান সহ পঞ্চায়েতের একাধিক আধিকারিক ও এলাকার বাসিন্দারা।