জল দূষণ রুখতে শ্রীমতী নদীতে সাফাই অভিযান শুরু করেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ পৌরসভা

0
157

জল দূষণ রুখতে শ্রীমতী নদীতে সাফাই অভিযান শুরু করেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ পৌরসভা। শান্তি কলোনি মহাশ্মশান ঘাট সংলগ্ন এলাকায় নদীর জলে থাকা কচুরিপানা সহ অন্যান্য জঞ্জাল তোলার কাজ চালাচ্ছে পৌরসভার সাফাই কর্মীরা। বিলুপ্তির তালিকায় নাম উঠা শ্রীমতী নদীর অস্তিত্ব বাঁচিয়ে রাখতেই চেষ্টা চালাচ্ছে পুরসভা বলে জানান পৌরপ্রধান রাম নিবাস সাহা।বিগত কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন যায়গা থেকে কচুরিপানা বয়ে আসার ফলে নদীর জল চলাচল বন্ধ হয়ে পড়েছে একদিকে নদীকে দেখতে নোংড়া লাগছে পাশাপাশি নদীর জল কালো হয়ে যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে সমস্যা হচ্ছে সাধারণ মানুষদের।পাশাপাশি শ্রীমতী নদীর জল দূষণ রুখতে শান্তি কলোনি সেতুর আশপাশে প্রতিমা বিসর্জন এবং পুজোর সামগ্রী ফেলার উপর গতবছরই নিষেধাজ্ঞা জারী করেছিল পুরসভা। এই নিয়ম অমান্য করলে ৫০০ টাকা জরিমানার কথা জানিয়ে সচেতনতা মূলক ফ্লেক্স লাগানো হয়েছিল।শ্রীমতি নদীর ঘাটে সাধারণ মানুষ নিজেদের পরিজনদের শবদাহ করতে এসে নদীর জল ব্যবহার করে পাশাপাশি গৃহস্থ বাড়িতে পুজোপাঠ এবং বিবাহ, অন্নপ্রাশনের মতো শুভ অনুষ্ঠানে কালিয়াগঞ্জ শহরের বাসিন্দারা শ্রীমতী নদীর শান্তি কলোনি ঘাটের জল নিয়ে যায়। তাই, শ্রীমতী নদীর জল দূষণ মুক্ত রাখতে ও নদীর জলকে পরিস্কার রাখতে উদ্দ্যোগী কালিয়াগঞ্জ পৌরসভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here