শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর,৩০মে:—জলে ডোবা এক অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কাটাবাড়ি সীমান্তবর্তী পুনর্ভবা নদী তীর এলাকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয়ের ওই মৃতদেহ টি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা কাটাবাড়ি পুনর্ভবা নদীতে ভেসেছিল। বিষয়টি গ্রামবাসীদের নজরে আসতে এলাকায় ভিড় জমে। গ্রামবাসীদের অনুমান মৃতদেহটি বাংলাদেশ থেকে ভেসে এসেছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে গঙ্গারামপুর থানার পুলিশ গিয়ে ভারত-বাংলাদেশ দুই দেশের বিওপি যোগাযোগ করলেও মৃতদেহটি কোন দেশের তা এখন ও পর্যন্ত জানা যায়নি। এরপর গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটিকে জল থেকে উদ্ধার করে পোসমাডামে পাঠিয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
তবে মৃতদেহটি কোন দেশের তা নিয়ে ধন্দে পড়েছেন প্রশাসন।