জলে ডুবে মৃত্যু প্রতিরোধ করতে জনসাধারণের মাঝে সচেতনতার বার্তা দিতে আবারো মাঠে নেমে পরল সিনি। গঙ্গারামপুর এর ফুটবল মাঠে অবস্থিত ৩০ তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা প্রাঙ্গণে এমনই একটি স্টল দেখা গেল সিনির তরফ থেকে। সেখানে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি মেলায় আগত সাধারণ মানুষকে সিপিআর এর পদ্ধতি হাতে-কলমে করে দেখানো হয়। পাশাপাশি সিপিআরের বিভিন্ন বিষয় নিয়েও সাধারণ মানুষকে অবগত করানো হয়। এই প্রসঙ্গে জেলা কো-অর্ডিনেটর গৌতম হালদার জানান……..এর পাশাপাশি বর্তমানের সামাজিক ব্যাধি বাল্যবিবাহ, অল্প বয়সে গর্ভধারণ, স্কুল ছুট, মানব পাচার এই বিষয়গুলি সম্পর্ক সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় নারী মুক্তি মহিলা সমিতি এবং গঙ্গারামপুর পৌরসভার যৌথ উদ্যোগে। মেলায় আগত সাধারণ মানুষদের এইসব বিষয় সম্পর্কে হ্যান্ড বিল ও প্রদান করা হয়। এই প্রসঙ্গে নারী মুক্তি মহিলা সমিতির সদস্য জানান……………..


























