জলে ডুবে প্রাণ গেল বছর ৭ এর এক বালকের

0
356

মালদা:- পুজোয় দাদুর বাড়ি ঘুরতে এসেছিল, ফিরে যাওয়ার কথা ছিল আজ কিন্তু আর ফেরা হলো না বাড়ি। বাড়ি ফেরার আগেই জলে ডুবে প্রাণ গেল বছর ৭ এর এক বালকের। জলে ডুবে এক বালকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা গাজোল থানার দেওতলা গ্রাম পঞ্চায়েতের খলম্বা এলাকার।
হাসপাতাল ও পরিবার সূত্রে খবর মৃত ওই বালকের নাম প্রণব বর্মন (৭) বাড়ি হরিরামপুর থানা এলাকার ভবানীপুর বিসহরা এলাকায়।
পরিবার সূত্রে জানা যায় ওই বালক তার মায়ের সাথে দেওতলা এলাকার খলম্বা এলাকায় দাদুর বাড়ি ঘুরতে এসেছিল। আজ বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল নাগাদ সঙ্গী সাথীদের সাথে খেলতে খেলতে হঠাৎ করে পুকুরের চলে যায় স্নান করতে। কিন্তু ওই পালক এর আগে কোনদিন পুকুরের নামেনি এবং সে সাঁতার জানেনা। বালকের মা এবং পরিবারের সদস্যদের দৃষ্টি গোচর হওয়ার আগেই ঘটে যায় দুর্ঘটনা। পুকুরের অথৈ জলে তলিয়ে যায় ওই বালক। তার সঙ্গী সাথীরা বালকের পরিবারের খবর দিলে তড়িঘড়ি পরিবারের লোকেরা ছুটে গিয়ে ওই বালক কে উদ্ধার করে প্রাণে বাঁচানোর চেষ্টা করে। নিয়ে আসা হয় গাজোল গ্রামীণ হাসপাতালে। এতকিছুর পরেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে আসার আগেই মারা যায় ওই বালক। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় কান্নায় ভেঙে পড়ে তার মা-ও পরিবারের সদস্যরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকা জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here