মালদা:- জলে ডুবে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে গাজোল থানার অন্তর্গত রাজাদীঘি এলাকার নওগাঁ গ্রামে। পুলিশ ও পরিবার সূত্রে খবর মৃত ওই যুবকের নাম কর্নেল মার্ডি (৩৩)।
ঘটনা প্রসঙ্গে মৃত যুবকের দাদা সোমনাথ মার্ডি জানান তার ভাই কর্নেল মার্ডি তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজোল থানার অন্তর্গত আমলিডাঙ্গা এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে যাই। গতকাল পুকুরে স্নান করতে নেমে অসুস্থ হয়ে জলে তলিয়ে যায় কর্নেল। এরপর রাতে বাড়িতে খবর দেওয়া হলে বাড়ি থেকে ছুটে গিয়ে ভাইকে নিয়ে গজল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবার সহ এলাকাজুড়ে।