জলভাসা স্মৃতি এবার থামবে গার্ডওয়ালে! আত্রেয়ীর পাড়ে আশার প্রাচীর গড়ছে বালুরঘাট পুরসভা
বালুরঘাট, ৪ জুলাই—– ঘরের চৌকাঠ পেরিয়ে ঢুকে পড়া নদীর জল, কোলে সন্তান, পিঠে ব্যাগ—ছুটে চলা কলোনিবাসীর সেই পরিচিত দৃশ্য এবার অতীত হতে চলেছে। আত্রেয়ী নদীর খাঁড়ির পাড়ে দীর্ঘদিনের দুঃস্বপ্নের মুখে এবার বাঁধ বসাতে চলেছে প্রশাসন। ১৫০ ফুট দীর্ঘ এই গার্ড ওয়াল নির্মাণে বরাদ্দ হয়েছে ১০ লক্ষ টাকা।
শুক্রবার যে এলাকা পরিদর্শনে এসে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানালেন—”প্রথমবার এই এলাকায় বাঁধ তৈরির কাজ হচ্ছে। জলবন্দি জীবনের ইতি টানতেই আমরা উদ্যোগী হয়েছি।” সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে ঘুরে ঘুরে খতিয়ে দেখা হয়েছে এলাকা। ইউক্যালিপটাস ও শাল কাঠ পুঁতে পাইলিং, তার উপর শক্ত পলিথিন ব্যাগে বালি ভরাট করে তৈরি হবে সেই স্বস্তির দেওয়াল। সোমবার থেকেই শুরু হচ্ছে যে কাজ।
গৃহবধূ চামেলী বাসফোর বলেন “পাঁচ বছরের মেয়েকে কোলে নিয়ে কতবার কাদা পেরিয়ে গিয়েছি। ভাবতাম, এ বোধহয় আমাদের নিয়তি। এবার যেন একটা আলো দেখতে পাচ্ছি।”
আত্রেয়ী এখনো বয়ে চলে, কিন্তু তার সঙ্গে ভেসে যাচ্ছে না আর শুধুই দীর্ঘশ্বাস। এবার সেখানে গড়ে উঠছে প্রতিরোধের একটা দৃশ্যমান আশ্বাস।