জলপাইগুড়িতে কোতোয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। পুরুলিয়ায় সাধুদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে এই অবস্থান বিক্ষোভ

0
176

জলপাইগুড়ি:- জলপাইগুড়িতে কোতোয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। পুরুলিয়ায় সাধুদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে এই অবস্থান বিক্ষোভ।
প্রসঙ্গত, গঙ্গাসাগর যাত্রী কয়েকজন সাধু গত ১২জানুয়ারি পুরুলিয়ার হামলার শিকার হন। অভিযোগ ওঠে ওই সাধুদের বিবস্ত্র করে নির্বিচারে মারধর করা হয়। এই ঘটনায় তোলপাড় হয় রাজ্য। হামলায় অভিযুক্ত বেশ কয়েকজনে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এদিন সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই বিক্ষোভ দেখায় বিজেপির জলপাইগুড়ি টাউন মণ্ডল ১ এবং ২ । জলপাইগুড়ির ডিবিসি রোডের বিজেপি কার্যালয় থেকে বিজেপি নেতাকর্মীদের প্রতিবাদ মিছিল শুরু হয়। সেই মিছিল এসে পৌছায় কোতোয়ালি থানার সামনে। সেখানে প্রায় ঘন্টাখানেক অবস্থান বিক্ষোভ চলে। বিজেপির কর্মসূচি ঘিরে ব্যাপক পুলিশ ব্যাবস্থা নেওয়া হয়েছিলো এদিন। থানার মূল গেটের সামনে প্রচুর সংখ্যক পুলিশ দিয়ে ব্যারিকেড করা হয়। মোতায়েন করা হয় র‍্যাফও। যদিও বিজেপি নেতাকর্মীরা সংযতভাবেই কর্মসূচী পালন করেন। তবে বিজেপি নেতৃত্ব এদিন হুশিয়ারি দিয়েছেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।
ভিস বাইট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here