জলপাইগুড়ি:- জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের উদাসীনতা প্রাণ কেড়ে নিয়েছে জলপাইগুড়ি শহরের অনির্বাণ ব্যানার্জির। এর জন্য দায়ী শুধুমাত্র জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বৃহস্পতিবার এ নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে একটি ডেপুটেশন দিতে এসে এমনই অভিযোগ করেন জলপাইগুড়ি জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ। যে এম্বুলেন্সে রোগীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তাতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ছিল না বলে অভিযোগ। তাই তার দায়ভার সিএমওএইচকে নিতে হবে বলে জানান তিনি। এদিন ডেপুটেশন দিতে এসে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের কোনো আধিকারিককে পাওয়া যায়নি বলে অভিযোগ। যুব মোর্চাকে দেখে দপ্তরের সবাই পালিয়ে গেছে বলে দাবি পলেন বাবুর। উল্লেখ্য, জলপাইগুড়ি শহরের শারফের মোড়ের বছর ৪৩ এর অনির্বাণ ব্যানার্জি কোভিডে আক্রান্ত হয়ে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে। কিন্তু রাস্তার মাঝে অ্যাম্বুলেন্সে অক্সিজেন শেষ হয়ে যাওয়ার ফলে তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।
Home বাংলা উত্তর বাংলা জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের উদাসীনতা প্রাণ কেড়ে নিয়েছে জলপাইগুড়ি শহরের অনির্বাণ ব্যানার্জির।...