জম্মুতে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু তপনের দক্ষিণ জামালপুরের এক মহিলার

0
614

জম্মুতে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু তপনের দক্ষিণ জামালপুরের এক মহিলার। মঙ্গলবার সকাল আনুমানিক ১১টা নাগাদ মৃতদেহ ফিরল বাড়িতে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকাজুড়ে।
জানা গিয়েছে, মৃত মহিলার নাম মাখনা বর্মন (৪২) বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ৬ নম্বর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জামালপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জম্মুতে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন তিনি। সেখানে গত ৬ জানুয়ারি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই মহিলার। এরপর দেহ বাড়িতে এসে পৌঁছায় মঙ্গলবার সকালে।
জেলায় কাজ না থাকায় বাইরে ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে জেলাবাসীদের বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে মৃতের পরিবার যাতে পরিযায়ী শ্রমিকদের জন্য যে প্রকল্প রয়েছে তার সুবিধা পান এবং অন্যান্য ক্ষতিপূরণ পান তার দাবি তুলেছেন স্থানীয়রা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here