লোকেশন:- মাথাভাঙ্গা
কোচবিহার:-জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পরিবারের আহত উভয় পক্ষের মোট ৭ জন । মাথাভাঙা ১ ব্লকের নয়ারহাট পঞ্চায়েতের পানিগ্রাম এলাকার ঘটনা। পাঁচজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।দুই জন মহিলাও রয়েছে । জানা যায়
দীর্ঘদিন ধরে পার্বতী সরকার ও দুলাল সরকারের পরিবারের মধ্যে বাঁশঝাড়ের জমি নিয়ে বিরোধ চলছিল। পার্বতী সরকারের দাবি বাঁশঝাড়ের নিচে ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করেই শুরু হয় অশান্তি। অভিযোগ, দুলাল সরকারের পরিবারের সদস্যরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের পরিবারের উপর হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি হন।দুলাল সরকারের পরিবারের দাবি, তাদের খতিয়ানভুক্ত জমিতে থাকা বাঁশের ঝাড় থেকে নিখিল সরকারের পরিবার বাঁশ কাটতে গেলে তাদের বাধা দেওয়া হয়। সেই সময় নিখিল সরকারের পরিবারের লোকজনই ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। ঘটনায় তাদেরও চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন চিকিৎসাধীন।খবর পেয়ে ঘটনাস্থলে মাথাভাঙ্গা থানার পুলিশ।পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।