গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার গোয়াবাড়ি চেইনপুর এলাকার।
ঘটনার দিনকার সংঘর্ষের ভিডিও ভাইরাল
জানা গিয়েছে দিল মহম্মদ ও লাল মিয়া এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছিল।
উল্লেখ্য চলতি মাসের গত ১৮ তারিখে সীমানার প্রাচীর দেওয়া কে কেন্দ্র করে দিল মহম্মদের পরিবারের সাথে লাল মিয়ার পরিবারের মধ্যে বিবাদ বাদে। সেই বিবাদ চরম আকার নেই। এরপর বাঁশ লাঠিটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। চলে ইটবৃষ্টি।
অভিযোগ লাল মিয়া ও তার পরিবারের সদস্যরা বাঁশ লাঠিটা নিয়ে দিল মহম্মদ পরিবারের উপর হামলা চালায়। বাড়িতে দিল মহম্মদ ছেলে আনোয়ারুল হককে একা পেয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনায় গুরুতর ভাবে জখম হয় আনোয়ারুল হক। তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসার জন্য। তার অবস্থা আশংকা জনক থাকায় ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসাক শিলিগুড়ি মেডিক্যালে রেফার করে। রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসা চলাকালীন আনোয়ারুল হকের মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পলাতক অভিযুক্তরা। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গোয়ালপোখর থানার পুলিশ।