ইসলামপুর :জমি বিবাদকে কেন্দ্র এক ব্যক্তির খুনের ঘটনায় ইসলামপুর থানার গেন্নাবাড়ী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যা নাগাদ ইসলামপুর থানার তালবস্তি গেন্নাবাড়ী এলাকার বাসিন্দা কেনেইন রাজা’র রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে উদ্ধার হয়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। গেন্নাবাড়ী এলাকায় একটি জমি নিয়ে স্থানীয় খের মহম্মদ, ঈশাকদের সাথে মহম্মদ সরফরাজদের মধ্যে বিবাদ চলছিল। দুপক্ষের মধ্যে সমঝোতার বিষয়ও সম্প্রতি উঠে এসেছিল। কিন্তু এরই মধ্যে এই নৃশংসভাবে খুন মেনে নিতে পারছে না কেনেইন রাজা’র পরিবার থেকে শুরু করে নিকট আত্মীয়রা। প্রতিদিনের মতো এদিনও কেনেইন রাজা সকালে গরু চড়াতে গিয়েছিল। বিকাল পর্যন্ত খোঁজ না পেয়ে পরিবারের লোকেরা খুঁজতে বেরিয়ে ভুট্টা ক্ষেতের মধ্যে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। ঘটনার জেরে তীব্র ক্ষুব্ধ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ে। খুনিদের কঠোর শাস্তির দাবীতে অনড় বাসিন্দা থেকে আত্মীয় পরিজনরা।
Home  উত্তর বাংলা  উত্তর দিনাজপুর  জমি বিবাদকে কেন্দ্র এক ব্যক্তির খুনের ঘটনায় ইসলামপুর থানার গেন্নাবাড়ী এলাকায় তীব্র...
 
                





















