জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণর ঢল নামলো বালুরঘাটের রাস্তায়, সরস্বতী শিশু মন্দির আয়োজিত”কৃষ্ণ সাজো” অনুষ্ঠানে সুসজ্জিত খুদেদের দেখতে ভিড় পথচলতি মানুষদের
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৯ আগস্ট— শুক্রবার শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মদিন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে আনন্দঘন এই দিনটি উদযাপিত হয় নানা আয়োজন ও অনুষ্ঠানের মাধ্যমে । তেমন ভাবেই “কৃষ্ণ সাজো”র মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয় বালুরঘাটে। এদিন সকালে শহরের ইলা ঘোষ স্মৃতি সরস্বতী শিশু মন্দিরের ছোট ছোট ছাত্র-ছাত্রীরা কৃষ্ণ সেজে বর্ণাঢ্য শোভাযাত্রা করে। সুসজ্জিত কৃষ্ণকে সঙ্গে নিয়ে স্কুল থেকে র্যালি করে স্থানীয় এলাকা পরিক্রমা করে ফের স্কুলে পৌঁছায় সকলে। যে শোভাযাত্রায় অংশ নেয় শিশুদের মা-বাবারাও। সাতসকালে শহরের রাস্তায় এমন সুসজ্জিত খুদে কৃষ্ণর ঢল দেখতে ভিড় জমান পথচলতি মানুষেরাও। এরপরে বিদ্যালয়ে এসে কৃষ্ণ সাজে শিশুদের নিজেদের হাতের তৈরী নাড়ু খাওয়ান মায়েরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সরকার জানিয়েছে, প্রতিটি শিশুর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন। জন্মাষ্টমী পালন করতে তাদের এই উদ্যোগ। প্রতিবছরের মতো এবারও এই দিনটিতে সুসজ্জিত র্যালি সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়েছে।