পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৩০ মে––– কেন্দ্রে বিজেপি সরকারের সাত বছর পূর্তিতে জনসেবায় মাঠে নামল ‘সেবাই সংগঠন’। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার পূর্ব চকভিকন গ্রামে রেশনকিট বিতরণ করা হয় বাসিন্দাদের মধ্যে। পাশাপাশি কোভিড সুরক্ষায় এলাকায় বিলি করা হয় স্যানিটাইজার ও মাস্ক, করা হয় স্প্রে। এদিন একইসাথে তপন বিধানসভার চৌড়া পাড়া এলাকায় অর্ধাহারে থাকা তিন মহিলাকেও সাহায্য করা হয়েছে । বালুরঘাট লোকসভার সংসদ সুকান্ত মজুমদারের উপস্থিতিতে অসহায় ওই পরিবারগুলির হাতে কয়েকদিনের খাবার বাবদ চাল, ডাল, আলু, সয়াবিন সহ বেশ কিছু জিনিসপত্র তুলে দেওয়া হয়েছে।
সংগঠনের দাবী, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে সবসময় থাকবে বিজেপি । কেন্দ্রে তাদের সরকারের সাত বছর পূর্তিতে সেবাই সংগঠনের তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে ।