আলিপুরদুয়ার: জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঘুড়ে বেড়াচ্ছে বুনো হাতি । শনিবার সকালে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকায় বুনো হাতির মুখোমুখি হয়ে পড়ে এলাকার বাসিন্দারা । এলাকার বাসিন্দারা জানান ,গতকাল গভীর রাতে বুনো হাতির একটি দল জলদাপাড়া জঙ্গল থেকে বেড়িয়ে মাদারিহাটের মেঘনাৎ সাহা নগরে ঢুকে পড়ে। এমনকি সারা রাত তাণ্ডব চালানোর পরও শনিবার সকালেও বুনো হাতিটি এলাকায় ঘুড়েবেড়ায়। পরবর্তীতে মানুষের তাড়া খেয়ে বুনো হাতির দলটি জঙ্গলে প্রবেশ করে ।