জলপাইগুড়ি:-
ছয়মাস ধরে মেলেনি বেতন। ক্ষোভে দফতরের গেট আটকে দিয়ে আন্দোলনে শামিল হলেন বিএসএনএল’এর অস্থায়ী চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীরা। তাদের অভিযোগে আঙুল বরাত পাওয়া ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ।
বিএসএনএল’এর জলপাইগুড়ি আঞ্চলিক দফতরের অধীনে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা রয়েছে। এই দুই জেলার বিএসএনএল’র বিভিন্ন দফতরগুলিতে ১০৭জন নিরাপত্তারক্ষী কর্মরত। মুম্বাইয়ের একটি ঠিকাদার সংস্থার অধীনে চুক্তিভিত্তিক কাজ করেন তারা। অভিযোগ, গত ছয়মাস ধরে তাদের বেতন দিচ্ছে না ওই সংস্থা। ফলে অর্থাভাবে সংসার চালাতে গিয়ে দুর্দশার মুখে পড়তে হচ্ছে তাদের। কেউ কেউ বাজারে ধারদেনা করে সংসার চালাচ্ছেন। অথচ নিয়মিত কাজ করতে হচ্ছে তাদের। এছাড়াও ওই সংস্থা তাদের ইএসআই এবং পিএফ নিয়েও চুক্তিমত কাজ করছে না বলে অভিযোগ । নিরাপত্তারক্ষীর নির্দিষ্ট পোশাক দেওয়ার জন্য প্রত্যেকের বেতন থেকে ৬০০০হাজার টাকা কেটে নিয়েছে ওই ঠিকাদার সংস্থা, কিন্তু এখনো পোশাক দেয়নি। বারবার দাবি জানিয়েও সুরাহা মেলেনি। এরপরই আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয় ওই বঞ্চিত কর্মীরা। বিএসএনএল ক্যাজুয়াল মজদুর ইউনিয়নের ব্যানারে তারা আন্দোলন শুরু করে। গত দুদিন তারা প্রতিকী অবস্থান বিক্ষোভে শামিল হয়েছিলো। কিন্তু তাতেও সমস্যা মেটেনি। তাই আজ বুধবার তারা জোরদার আন্দলনে নামে। বিএসএনএল’ এর জলপাইগুড়ি আঞ্চলিক দফতরের সামনে বিক্ষোভে শামিল হন তারা। দফতরের মূল গেট আটকে দেওয়া হয়। দফতরের আধিকারিক এবং অন্যান কর্মীদের ভেতরেও ঢুকতে দেননি আন্দোলনকারীরা । তারা জানিয়েছেন, এতেও সমস্যা না মিটলে আগামীদিনে অনশন এবং অনির্দিষ্টকালের জন্য দফতর বন্ধ করে দিয়ে ধর্মঘটের পথে যাবেন।
যদিও দফতরের ডি.জি.এম. ইনচার্জ (ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার)
নৌশাদ আলম জানিয়েছেন, ঠিকাদার সংস্থার সঙ্গে আলোচনা চলছে, সমস্যা মেটানোর চেস্টা করা হচ্ছে।
ভিস বাইট👇