ছিনতাই এর ঘটনার ছয় ঘন্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার

0
161

শিলিগুড়ি:-ছিনতাই এর ঘটনার ছয় ঘন্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ।প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ ছিনতাই এর ঘটনার তদন্তে নেমে এই সাফল্য পেল।ধৃতদের নাম দীপক পন্ডিত এবং তারিণী রায়।প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,গতকাল রাতে শিলিগুড়ির সূর্যসেন কলোনি গেট বাজার এলাকার বাসিন্দা পম্পা রায় মেয়ে এবং নাতনিকে নিয়ে দার্জিলিং মোরে ই রিক্সা থেকে নামে।রাত এগারোটার দিকে দাগাপুরে আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন তারা।সেই সময়ে দার্জিলিং মোরে দুজন বাইকে এসে পম্পা রায়ের কাছ থেকে ব্যাগ ছিনতাই করে।ছিনতাইকারীদের হাত থেকে ব্যাগ বাঁচাতে গিয়ে রাস্তায় পড়ে যান পম্পা রায়।এরপর বিষয়টি জানানো হয় প্রধাননগর থানার পুলিশকে।এরপর তদন্তে নেমে প্রধাননগর থানার পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে দার্জিলিং মোড় গ্যাস গোডাউন এলাকা থেকে দীপক পন্ডিতকে গ্রেপ্তার করে সে বিহারের বাসিন্দা।তার কাছ থেকে উদ্ধার হয় ছিনতাই হওয়া ব্যাগ এবং নগদ অর্থ ও মোবাইল।এরপর দীপক পন্ডিত কে জিজ্ঞাসাবাদ করে এই চিন্তাই এর ঘটনায় যুক্ত অপর দুষ্কৃতী তারিনী রায় কে গ্রেপ্তার করে প্রধান নগর থানার পুলিশ।পুলিশ এই ছিনতাই এর ঘটনায় ব্যবহৃত তারিণী রায়ের বাইক ও আটক করে।ধৃত তারিনী রায় হাতিডোবার বাসিন্দা।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করবে প্রধান নগর থানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here