ছাদে জল দিতে গিয়ে বিপত্তি, কুমারগঞ্জে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু যুবকের
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৩ এপ্রিল––– মটর চালিয়ে পুকুর থেকে বাড়ির ছাদে জল দিয়ে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হল এক যুবকের । বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের দিওড় গ্রাম পঞ্চায়েতের সতীপুকুর এলাকার। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম সুকমল মিঞ্জি (২৪) । এই ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার সতীপুকুর এলাকায় সুকমলের নিজের বাড়ির ছাদ ঢালাই সম্পন্ন হয়। এদিন দুপুরে সেই ছাদে জল দেওয়ার জন্য পুকুরে মটর (ছোট পাম্প মেশিন) সেট করছিল সুকমল । সেই সময় ইলেকট্রিক শক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে । পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । জানাগেছে, দুই ভাইয়ের মধ্যে সুকমল ছোটো । ভিনরাজ্যে কাজ করত সে । করোনার জন্য বাড়ি ফিরে এসেছিল । এদিন ছাদে জল দেওয়ার জন্য পুকুরের মটর সেট করার সময় এই দুর্ঘটনা ঘটে । মৃতের ভাই সুব্রত মিঞ্জি জানিয়েছেন, ছাদে দাঁড়িয়ে ছিলেন তিনি। আর ভাই পুকুর থেকে জল তোলার জন্য মটর সেট করছিল। সেসময় কি করে এত বড় দুর্ঘটনা ঘটল, তা তিনি বুঝতেই পারছেন না । এই মৃত্যুতে তাদের পরিবার অত্যন্ত মর্মাহত ।