ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গঠন করতে ক্যারিয়ার নির্দেশিকা ও কাউন্সিলিং নিয়ে আলোচনাসভা করা হলো

0
75

ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গঠন করতে ক্যারিয়ার নির্দেশিকা ও কাউন্সিলিং নিয়ে আলোচনাসভা করা হলো

শীতল চক্রবর্তী ২৯ মার্চ।নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গঠন করতে ক্যারিয়ার নির্দেশিকা ও কাউন্সিলিং নিয়ে আলোচনাসভা করা হলো ।দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের সুকান্ত ভবনে সভার আয়োজন করা হয়।সেখানে জেলা শাসক থেকে শুরু করে জেলা প্রশাসনের একাধিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
গঙ্গারামপুর মহকুমার ১৩টি স্কুলের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে ক্যারিয়ার নির্দেশিকা ও কাউন্সিলিং নিয়ে করা হলো আলোচনা সভা।মূলত ছাত্র ছাত্রীরা স্কুল থেকে পাশ করে পরবর্তীতে কী নিয়ে পড়াশোনা করলে কোন কোন সরকারী সুযোগ সুবিধা দিয়ে তাদের আগামী দিনে তৈরি করবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। ছাত্র ছাত্রীদের পছন্দের বিষয় নিয়ে পড়াশুনা করতে চাইলে কোন বিষয়ে মনোযোগী হবে এই সমস্ত ধারণা দিতেই বিস্তারিত ভাবে আলোচনা করা হলো এইদিনের অনুষ্ঠানে । অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা শিক্ষা প্রশিক্ষণ অফিসার বিমল কৃষ্ণ গাইন, গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা, বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়াও গঙ্গারামপুর মহকুমা ১৩ টি স্কুলের ২০জন ছাত্র ছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকারা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভবিষ্যৎ শিক্ষা নিয়ে আলোচনায় ছাত্র ছাত্রীদের জানার প্রতি আগ্রহ দেখে খুশি হয়েছে প্রশাসনিক আধিকারিকরা,খুশি হয়েছেন ছাত্র ছাত্রীরাও। এবিষয়ে জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন,” স্কুলের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ শিক্ষা নিয়ে করা হলো আলোচনা। ভবিষ্যৎতে কোন বিষয়ে নিয়ে পড়লে কি রকম সুযোগ সুবিধা পেতে চলেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।”
এবিষয়ে জেলা শিক্ষা প্রশিক্ষণ অফিসার বিমল কৃষ্ণ গাইন, জানিয়েছেন, আমরা মহকুমা ভিত্তিক ক্লাস নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ১৩টি স্কুলে ছাত্র ছাত্রীদের নিয়ে ক্যারিয়ার নির্দেশিকা ও কাউন্সিলিং করা হলো।আলোচনা করা হলো ছাত্র ছাত্রীরা ভবিষ্যতে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনা করলে কোন কোন সুযোগ সুবিধা পেতে চলেছে এই সমস্ত বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here