ছাত্রীর ওড়না টানাটানি নিয়ে দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে কান কাটলো কলেজ পড়ুয়ার

0
226

ছাত্রীর ওড়না টানাটানি নিয়ে দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে কান কাটলো কলেজ পড়ুয়ার। উত্তেজনা বালুরঘাট কোয়েড কলেজে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ জুলাই —— কলেজ ছাত্রীর ওড়না টানাটানি নিয়ে দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে কান কাটলো এক কলেজ পড়ুয়ার। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট কোয়েড কলেজে। ঘটনায় আহত উভয় পক্ষের পাঁচ কলেজ পড়ুয়া। কলেজ সুত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার এই কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়ারা হিলি কলেজে গিয়েছিল পরীক্ষা দিতে। সেখান থেকে ফিরবার সময় বাসের মধ্যে এক কলেজ ছাত্রীর ওড়না টানাটানি নিয়ে বেশকিছু ছাত্রদের মধ্যে বচসা বাধে বলে অভিযোগ। এদিন যে ছাত্রদের মধ্যে একজন কলেজে আসতেই তার উপর বাশ নিয়ে চড়াও হয় ওই কলেজেরই বেশকিছু পড়ুয়ারা। যে ঘটনায় কান কেটে রক্তাক্ত হয় শুভ বর্মন নামে তৃতীয় বর্ষের এক কলেজ পড়ুয়া। যাকে ঘিরেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে গোটা কলেজ চত্বর। যদিও আহত কলেজ ছাত্রর দাবি, শুধুমাত্র ছাত্রদেরই পরীক্ষার সিট পড়েছিল হিলি কলেজে। যেখানে ছাত্রীদের কোন ব্যাপারই নেই। মিথ্যে এধরনের অভিযোগ এনে প্রকৃত ঘটনা ধামাচামা দিতে চাইছে। তার দাবি ওইদিন বাসের মধ্যে কিছু ছাত্রের উশৃঙ্খলপনার প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। আর যার কারনেই এদিন তার উপর চড়াও হয়েছিল তারা।

গৌরব কুমার পাল নামে এক কলেজ পড়ুয়া বলেন, হিলি থেকে পরীক্ষা দিয়ে ফেরার সময় গাড়ির মধ্যে একটি মেয়ের ওড়না টানাটানির ঘটনা ঘটেছিল। যে ছেলেটিকে এদিন দেখতে পেয়েই কিছু ছাত্র চড়াও হয়েছে।

যদিও আহত ছাত্র শুভ বর্মনের দাবি, মিথ্যে অভিযোগ তুলে তাকে মারা হয়েছে। কান সহ বেশকিছু জায়গা কেটে গিয়েছে তার। অন্যায়ের প্রতিবাদ করাতেই এমন আক্রমণ তার উপর।

বালুরঘাট কলেজ অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু বলেন, সেধরনের বড় কোন ঘটনা ঘটেনি। তার কাছে এনিয়ে ছাত্রদের তরফে কোন অভিযোগ ও আসেনি। কিছু ছাত্রদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, তাদের বুঝিয়ে থামিয়ে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here