ছয় দফা দাবী নিয়ে বিডিওর মারফত রাষ্ট্রপতি ও সাত দফা দাবি নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন দিল ঝাড়খন্ড দিশম পার্টি এবং আদিবাসী সেঙ্গেল অভিযান

0
983

সব্যসাচী মন্ডল,গাজোল:- ছয় দফা দাবী নিয়ে বিডিওর মারফত রাষ্ট্রপতি ও সাত দফা দাবি নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন দিল ঝাড়খন্ড দিশম পার্টি এবং আদিবাসী সেঙ্গেল অভিযান। দুটি সংগঠনের পক্ষ থেকে আদিবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আদিবাসী এলাকায় রাস্তাঘাট ও পানীয় জলের দাবিতে এদিন ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের আগে গাজোল ব্লকের বিদ্রোহী মোর এলাকায় ঝড় খন্ডের মুখ্যমন্ত্রী সহ মোট তিন জনের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হয় সংগঠনের পক্ষ থেকে। প্রতীকী পথ অবরোধ করেন সংগঠনের কর্মীরা। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে।এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন আদিবাসী নেতা তথা ঝাড়খন্ড দিশম পার্টির রাজ্য সভাপতি মোহন হাঁসদা,বিনয় সরেন, বরষা বেসরা,দাঁতাল মার্ডি সহ অন্যান্য রা। ডেপুটেশনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য যথেষ্ট পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছিল বিডিও অফিস চত্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here