চোলাই মদের বিষে জর্জরিত দক্ষিণ দিনাজপুর। পথে নামলেন নারীরা—প্রতিবাদের বদলে জুটল হুমকি ও হামলা!

0
78

চোলাই মদের বিষে জর্জরিত দক্ষিণ দিনাজপুর। পথে নামলেন নারীরা—প্রতিবাদের বদলে জুটল হুমকি ও হামলা!

বালুরঘাট, ১০ মে —— দক্ষিণ দিনাজপুরের ফুলবাড়ি, বাগধারা ও পঞ্চগ্রামে চোলাই মদের বেআইনি কারবার শুধু পরিবার নয়, ভেঙে দিচ্ছে গোটা সমাজের ভিত্তি। পুরুষদের নেশাগ্রস্ত রাত্রির পরিণতিতে ঘরে ফিরছে শুধু অশান্তি, অত্যাচার আর কান্না। সেই কান্নারই প্রতিবাদে এবার পথে নামলেন এলাকার সাহসিনী নারীরা।

‘মদ বিরোধী নাগরিক কমিটি’র নেতৃত্বে বহু মহিলা মুখ খুললেন চোলাই মদের বিরুদ্ধে। ঘরে ঘরে চলা শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাঁরা প্রশাসনের দোরগোড়ায় পৌঁছন। কিন্তু আশার আলো নয়, তাঁদের অপেক্ষা করছিল ভয় আর হুমকি।

স্থানীয় সূত্রে খবর, অভিযোগ জানানোর পরই মদের কারবারিদের দাপট বেড়ে যায়। একাধিক মহিলাকে লক্ষ করে হুমকি, এমনকি শারীরিকভাবে আক্রমণ করার অভিযোগ উঠেছে। শনিবার এই ঘটনার লিখিত প্রতিবাদ জানাতে বালুরঘাটে পুলিশ সুপারের কাছে পৌঁছান আক্রান্তরা।

ফুলবাড়ির শিবানি টুডুর গলা কাঁপছে: “ঘর বাঁচাতে লড়তে নামলাম, এখন প্রাণ হাতে করে চলি।”
মদ বিরোধী নাগরিক কমিটির পক্ষে বাবলি বসাক বলেন, “নারীদের নিরাপত্তা রক্ষায় প্রশাসনকে এখনই দৃঢ় পদক্ষেপ করতে হবে। এই লড়াই শুধুই মদের বিরুদ্ধে নয়, সম্মান আর অস্তিত্বের।”

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই চোলাই মদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, এবং হামলার অভিযোগে নতুন তদন্ত শুরু হয়েছে।

তবু সাধারণ মানুষের মনে প্রশ্ন—এই বার কি প্রশাসন সত্যিই পাশে দাঁড়াবে? নাকি প্রতিবাদীরাই হবে পরের টার্গেট?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here