আলিপুরদুয়ারঃ চোলাই মদের বিরুদ্ধে কাদম্বরী চা বাগানে লাগাতার অভিযান চলছে মহিলাদের । ফালাকাটা কাদম্বিনী চা বাগান এবং তার আশেপাশের যে সকল এলাকায় চোলাই মত বিক্রি হতো সেখানে গ্রামবাসী ও মহিলারা অভিযান চালিয়ে বন্ধ করে দেয়, চা বাগান শ্রমিক মহল্লায় প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার চালাচ্ছে এবং যারা চোলাই মদ বিক্রি করথো তাদের সতর্ক করে দিয়ে আসে ভবিষ্যতে যদি এ ধরনের চোলাই মদ বিক্রি করলে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে l
ফালাকাটা কাদম্বিনী চা চা বাগানবাসী সঞ্জীব কুইলা বলেন, আমাদের এই কাদম্বিনী চা বাগানে চোলাই মদ বিক্রি হতো এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হতো, শ্রমিকরা নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকতো। কাজে যেত না, ছাত্র-ছাত্রীদেরও অসুবিধায় পড়তে হতো, এখন আমরা সব বন্ধ করে দিয়েছি এতে এলাকার পরিবেশেও ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে l যারা এই চোলাই মদ বিক্রি করতো তাদেরকে আমরা সাবধান করে দিয়েছি ভবিষ্যতে আবার যদি তারা বিক্রি করে তবে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হবে l
বাসিন্দারা জানান পুলিশের সহযোগিতায় লাগাতার চোলাই মদের বিরুদ্ধে অভিযান চলছে এবং সবাইকে সচেতন করা হচ্ছে ।