আলিপুরদুয়ার:-চোরাই কাঠ পাচার রুখতে অভিযানে নেমে সাফল্য পেল বন বিভাগের বক্সা ব্যাঘ্র প্রকল্পের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ। সোমবার ভোররাতে কুমারগ্রাম ব্লকের চেংমারির শিববাড়ি এলাকা থেকে ৭০ সিএফটি চোরাই জারুল কাঠ বাজেয়াপ্ত করে বন কর্মীরা। একটি পিক-আপ ভ্যানে করে কাঠ গুলি অন্যত্র পাচার করা হচ্ছিল। ভোর ৪টা নাগাদ কাঠ সহ পিক-ভ্যানটি বাজেয়াপ্ত করা হয়। তবে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বন বিভাগ সূত্রে, বাজেয়াপ্ত করা কাঠ গুলির আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। গাড়ি সহ কাঠ গুলি কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বন বিভাগ।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার চোরাই কাঠ পাচার রুখতে অভিযানে নেমে সাফল্য পেল বন বিভাগের বক্সা ব্যাঘ্র...