উত্তর দিনাজপুর জেলর চোপড়া থানার দাসপাড়া চেটোনা গোছে ৮ দিন বেপি তিনমুল জে লাগাতার ধর্না চলিয়ে যাছে আবং সাই ধর্না মনছো থেকে তদের দাবি বি এস এফ দের উদাসীনতার কারণে ওই চারটি শিশুর মৃত্যু হয়।
তারা আরো দাবী তোলে ঘটনা স্থলে রাজ্য পালকে হাজির হতে হবে, সেই দাবির ভিত্তিতে আজ রাজ্য পাল ঘটনা স্থলে পরিদর্শন করতে আসেন বলে দাবী ওয়াকি বহল মহলের। রাজ্য পাল ঘটনা স্থলে পরিদর্শন করেন এবং ওই চারটি শিশুর পারিবারের সাথে দেখা করেন এবং প্রত্যেকে এক লক্ষ টাকা কোরে ক্ষতি পূরণ দেবেন বোলে আশ্বাস দেন। মৃত শিশুদের পারিবারের অভিযোগ ওই চারটি শিশুর মৃত্যু র মুল কারন বি এস এফ এর গাফিলতি, এই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল জানান উনি সব কিছু যেন ও পরিদর্শন করে গেলেন অবিলম্বে তা দিল্লীর স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে জানাবেন

















