চেয়ারম্যান হিসাবে নন, বৃদ্ধ ও মহিলাদের সমস্যা দূর করতে দিনভর দাঁড়িয়ে থেকেই কয়েকশো ফর্ম ফিলাপ করলেন শেখর দাশগুপ্ত

0
588

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৪ আগস্ট—সাধারনের বেশে দাঁড়িয়ে দিনভর পরিষেবা দিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান। দুয়ারে সরকার কর্মসুচীতে চেয়ারম্যানের বেশে নন, শহরের একজন নাগরিক হিসাবে সাধারণ মানুষের সমস্যা দূর করতে রাস্তায় দাঁড়িয়েই কয়েকশো মানুষের ফর্ম ফিলাপ করলেন। মঙ্গলবার বালুরঘাটের চকভৃগু নদীপার হাইস্কুলে চলা দুয়ারে সরকার কর্মসুচীতে খোদ পুরসভার চেয়ারম্যান শেখর দাশগুপ্তের এমন কর্মকান্ডে রীতিমতো তাজ্জব হয়েছেন অনেকেই।

এদিন সকালে ক্যাম্প শুরু হতেই পুরসভার কর্মীদের কাজকর্ম দেখতে সরজমিনে পরিদর্শনে যান শেখরবাবু। কিন্তু সেখানে প্রবেশের মুখেই কিছু মহিলা ও বয়স্ক মানুষদের ছোটাছুটি করতে দেখেন শেখরবাবু। জিজ্ঞাসা করতেই জানতে পারেন, তারা কেউই ফর্ম ফিলাপ করতে পারছেন না। আর এরপরেই চেয়ারম্যান শেখরবাবু সাধারনের বেশে দিনভর দাঁড়িয়ে কয়েকশো বৃদ্ধ ও মহিলাদের ফর্ম ফিলাপ করে সমস্যা দূর করেন। সদ্য চেয়ারম্যানের পদে নিযুক্ত হওয়া শেখর দাশগুপ্তের এমন কাজ দেখে যথেষ্টই অবাক হয়েছেন এদিন শহরের মানুষ।

বালুরঘাট পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান শেখর দাস গুপ্ত জানিয়েছেন, একজন সাধারন মানুষ হিসেবে তিনি ফরম ফিলাপ করে সহায়তা করেছেন। সকলের উচিত সকলের সাহায্যে এগিয়ে আসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here