সরকারিভাবে সাহায্যপ্রাপ্ত পূজা কমিটির উদ্যোক্তাদের নিয়ে মিটিং করলেন থানা পুলিশ প্রশাসনের আধিকারিক

0
786

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৯ অক্টোবর দক্ষিণ দিনাজপুর:- আদালতের নির্দেশের পরে কোভিড ১৯ এ সরকারের তরফে অনুদান পাওয়া পুজো কমিটি গুলিকে নতুন নির্দেশের কথা জানানো হলো।দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানা পুলিশ প্রশাসনের তরফে ব্লক অফিসে মিটিং করে থানার আইসি সেই নির্দেশাবলীর কথা পুজো কমিটির সভাপতি, সম্পাদকদের জানিয়ে দেয়। পুজো কমিটির উদ্যোগতারা জানিয়েছেন নিয়ম মেনে ওই টাকা খরচ করা হবে। তার হিসেব আমরা জমাও করব। 

    কোভিড ১৯ এ সরকারের তরফে অনুদান পাওয়া পুজো কমিটি গুলিকে নতুন নির্দেশের কথা জানানোর জন্য গঙ্গারামপুর থানা পুলিশ প্রশাসনের তরফে অনুমোদনপ্রাপ্ত পুজো কমিটির সভাপতি, সম্পাদক, সহ সদস্যদের নিয়ে বিডিও অফিসে মিটিং করেন। সেখানে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, থানা টাউন অফিসার শুভঙ্কর চক্রবর্তী পুজো কমিটির সভাপতি, সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

 গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন, সরকারি সাহায্যপ্রাপ্ত পুজো কমিটিকে যে  আর্থিক অনুদান পেয়েছে সেই টাকা তারা কিভাবে খরচ করবে সেই নির্দেশাবলী এলে তা সেখানেই জানিয়ে দেওয়া হবে। এমনি তারা বুঝতে না পারলে থানায় আসলে তা বুঝিয়ে দেওয়া হবে। 

এমন নির্দেশাবলী পাবার পরে দুই পুজো কমিটির উদ্যোক্তা জানিয়েছেন, সমস্ত নিয়ম মেনে কাজ করা হবে। যেভাবে বলা হয়েছে সেই ভাবেই ওই টাকা খরচ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here