চুরি যাওয়া ঘটনায় ৫ জন আসামিকে গ্রেফতার করলো পুলিশ। সোমবার বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঁচজন আসামিকে কোর্টে তোলা হয়।

0
1121

শীতল চক্রবর্তী,বুনিয়াদপুর,২৫ শে,জুলাই,দক্ষিণ দিনাজপুর:-চুরি যাওয়া ঘটনায় ৫ জন আসামিকে গ্রেফতার করলো পুলিশ। সোমবার বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঁচজন আসামিকে কোর্টে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা যায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত বেশ কিছু জায়গায় বহুদিন ধরে চুরি হচ্ছিল। লিখিত অভিযোগ পাওয়ার পরে তল্লাশি চালানোর পর পাঁচ জন আসামিকে গ্রেফতার করেন পুলিশ। ওই পাঁচজন চোরের নাম সুকান্ত সরকার (২২) বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত বদন পাড়া এলাকায়, পল্লাদ সরকার (২২) বাড়ি বানগর, স্বপন সরকার(২৭) বাড়ি পূর্ব হালদার পাড়া 

গঙ্গারামপুর বাদমর থেকে এই তিনজন চোরকে পুলিশ আটক করে। চুরি হওয়া জিনিস বিক্রি করতেন কুশুমিনিয়া থানার অন্তর্গত সর্বামাঙ্গলা আমিরুদ্দিন মিয়া (৫৬) ও ছাইদুর মন্ডল (৫৯) নামে ২ জনকে। কুশমন্ডি থানার অন্তর্গত সর্বমঙ্গলা থেকে এদের দুজনকে অ্যারেস্ট করেছে পুলিশ। রবিবার গঙ্গারামপুর থানা পুলিশের তৎপরতায় এ পাঁচজন অ্যারেস্ট হয়। এই পাঁচজন আসামের কাছে একটি ভ্যান, 2 টা সোনার লকেট কাসার লোটা ও বাসনপত্র। সাত দিনের জন্য পুলিশ হেফাজতের নেবার দাবি জানাই আদালতকে।

এ বিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন গতকালকে গঙ্গারামপুর থানার তৎপরতায় পাঁচজন চোরকে গ্রেফতার করা হয়। তাদের কাছে বেশ কিছু চুরি যাওয়া জিনিস উদ্ধার হয়। এদের সাত দিনের জন্য পুলিশ কাজটি দিতে নেওয়ার দাবি জানিয়েছি আদালতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here