চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনি খেল 16 বছর বয়সের এক কিশোর চোর প্রদীপ সরকার ।

0
637

শীতল চক্রবর্তী বুনিয়াদপুর 2 জুন দক্ষিণ দিনাজপুর:-চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনি খেল 16 বছর বয়সের এক কিশোর চোর প্রদীপ সরকার । লক ডাউনের মধ্যে গত একমাস ধরে বুনিয়াদপুর সহ তার আশপাশের গ্যারেজে ও ভাংড়ির লোহার দোকান থেকে লোহা চুরি বহু দোকানে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভা শহরে। শহরবাসীর এদিন অতিষ্ট হয়ে গণধোলাই দিতে
এলাকার লোকজন পুলিশের হাতে তুলে দেয় তাকে। দোকানদার ও এলাকাবাসীর অভিযোগ এই ধরনের অত্যাচার অতিষ্ঠ হয়েছেন তারা তাকে পুলিশে দেওয়া হল ,।আশা করছে পুলিশ যোগাযোগ ব্যবস্থা নেবেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে করার ব্যবস্থা নিয়ে তাঁকে আদালতে পাঠানো হবে। এমন ঘটনা শোরগোল পড়েছে শহর জুড়ে।

বুনিয়াদপুর শহর এলাকায় গঙ্গারামপুর থানা ডেঙ্গা পাড়া এলাকার গ্যারেজ মালিক ও ভাঙারির লোহার দোকানদারদের জানা গেছে যে,বহুদিন থেকে বুনিয়াদপুর শহরের বেশ কিছু দোকান ও গ্যারেজ থেকে প্রায় প্রতিদিন লোহার জিনিস চুরি করত এই চোর প্রদীপ সরকার বলে অভিযোগ তাদের। দোকান মালিকেরা বহুদিন থেকে চোরকে ধরার চেষ্টা করল ধরতে পারেনি। কিন্তু মঙ্গলবার রাত্রে রসিদপুরের চিত্তরঞ্জন চকদারের ভাংড়ির লোহার দোকান থেকে 75 কিলো বাটকারা চুরি করে রাস্তার সাইডে সাইট করে রেখেছিল। ঠিক সেই সময় ভাংরি লোহার দোকানের মালিক চিত্তরঞ্জন চকদার সেই চোরকে হাতেনাতে ধরে ফেলে। অভিযুক্ত স্বীকার করেছে যে, সে বহুদিন থেকেই ভাবে চুরি করে নেশা করে সেই টাকা খরচ করে।
সে স্বীকার রয়েছে যে, বলে দাবি দোকান মালিক প্রলাদ হালদার, মুকুল হালদার নামে আরো দুইজন এমন কাজে জড়িত আছে। প্রতিদিন রাত্রে প্রদীপ হালদার গ্যারেজ থেকেও ভাংড়ির লোহার দোকান থেকে চুরি করে। ওই তিনজনে মিলে লোহা গুলি গাড়িতে করে নিয়ে যেত গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়ার একটি দোকানে। সেখানকার এক ভাংড়ি ব্যবসায়ী এই লোহার জিনিস গুলি কিনে নিতেন কম দামে।
এ বিষয়ে দোকান মালিক চিত্তরঞ্জন চকদার অভিযোগ করে জানিয়েছেন, মঙ্গলবার রাতে আমার দোকান থেকে 70 কিলো বাটখারা চুরি হয়। চুরি করে সেগুলি রাস্তার সাইডে সাইড করে রেখেছিল। আমরা তাকে হাতেনাতে ধরে ফেলি। সে স্বীকার করে আমি চুরি করেছিলাম। বিগত বহুদিন থেকেই এরকম চুরি করে যাচ্ছিল বলে জানিয়েছে। বুনিয়াদপুর এর যতগুলো গ্যারেজের দোকানে চুরি হয় বেশির ভাগই চুরি করেছে। ও আমাদের ভাংড়ির দোকান থেকেও এরকম কোন ট্রেনে চুরি করে যাচ্ছিল।
আরো দুই গ্যারেজ মালিক রাজিকুল ইসলাম ও বিষ্ণু সরকারেরা অভিযোগ করে জানিয়েছেন, বহুদিন থেকে এরকম ভাবে হয়।আমরা তাকে ধরেছি বুনিয়াদপুরে এরকম বহুবার চুরি হয়েছে। আমরা তাকে বংশীহারী থানার পুলিশের হাতে তুলে দিয়েছি।
চোরটিকে দোকান মালিকেরা বংশীহারী থানার পুলিশের হাতে তুলে দেন।
বংশিহারি থানা পুলিশের তরফে জানানো হয়েছে,অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট ধারা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here